আকাশ জাতীয় ডেস্ক:
করোনাভাইরাসের কারণে বগুড়া জেলা কারাগার থেকে এখন পর্যন্ত ৯৯ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে তৃতীয় দফায় ৮৮ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়।
এর আগে আরও দুই দফায় ১১ জন বন্দি মুক্তি পান। বগুড়া জেলা কারাগারের তত্ত্বাবধায়কের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এসব বন্দিদের সবাই লঘুদণ্ডে দণ্ডিত ছিল বলে জানা গেছে।
করোনাভাইরাস প্রাদুর্ভাবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে ২ হাজার ৮৮৪ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী বগুড়া জেলা কারাগার থেকে ১৬৯ জনকে মুক্তি দেওয়ার সুপারিশ করা হয়। এর মধ্যে শুক্রবার (৮ মে) পর্যন্ত ৯৯ জন বন্দি মুক্তি পেলেন।
বগুড়া জেলা কারাগারের জেলার শরিফুল ইসলাম জানান, যাদের মুক্তি দেওয়া হয়েছে তারা সবাই লঘুদণ্ডে দণ্ডিত। কারও তিনমাস আবার কারও তিনমাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত যারা সাজাপ্রাপ্ত।
আকাশ নিউজ ডেস্ক 




















