আকাশ বিনোদন ডেস্ক:
পাকিস্তানের পক্ষ নিয়ে সেখানকার সাংবাদিককে সমর্থন করছেন ভারতীয় অভিনেত্রী ও কংগ্রেস নেত্রী নাগমা। এমনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, নাগমা স্ট্যান্ডস উইথ পকিস্তান, এই হ্যাশট্যাগ দিয়ে ট্যুইটারে ট্রেন্ড করতেও শুরু করেছেন বলে অভিযোগ।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে আসতে তারেক পিরজাদা নামে পাকিস্তানের এক সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়। ওই অনুষ্ঠানে একটি রাজনৈতিক দলের মুখপাত্র পাক সাংবাদিককে অপমান করেছেন বলে অভিযোগ করেন নাগমা।
পাশাপাশি অভিনেত্রী আরও অভিযোগ করেন, ভারতীয় সংবাদমাধ্যমের বিতর্কের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে যদি পাকিস্তানি সাংবাদিককে সম্মান জানানো না হয়, তাহলে কেন তাকে ডাকা হলো!
এর পরই নাগমার বিরুদ্ধে ফুঁসে ওঠেন নেটিজেনদের একাংশ। #NagmaStandsWithPakistan, এই হ্যাশট্যাগ দিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে গলা মেলাতে শুরু করেন নেট জনতা। তারেক পিরজাদা কি আপনার আত্মীয়, যে তাকে এভাবে সমর্থন করছেন, এভাবেও নাগমার বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেন কেউ কেউ।
তবে পাল্টা মন্তব্য করতে ছাড়েননি নাগমাও। অভিনেত্রী বলেন, তিনি পাকিস্তানের হয়ে সওয়াল করেননি। তবে সংবাদমাধ্যমে আলোচনার জন্য ডাকা পেনালিস্টকে কেন অপমান করা হবে, সে বিষয়েই তিনি শুধু প্রশ্ন তুলেছেন বলে মন্তব্য করেন।
আকাশ নিউজ ডেস্ক 
























