আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আবারও লকডাউনের মেয়াদ বাড়াল স্পেন। এ নিয়ে চতুর্থবারের মতো লকডাউনের মেয়াদ বৃদ্ধি করল দেশটির পার্লামেন্ট।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে আগামী ২৪ মে পর্যন্ত চলাচল এবং ব্যবসার ওপর লকডাউনের কড়াকড়ি বজায় থাকবে। খবর সিএনএনের।
৯৭ ভোটের বিপরীতে ১৭৮ ভোট পেয়ে সিদ্ধান্তটি দেশটির পার্লামেন্টে পাস হয়। প্রধান বিরোধী পপুলার পার্টির (পিপি) বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিশ্চিতের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চালিয়ে যান।
পার্লামেন্টে বিতর্ক চলাকালে বিরোধীদল ও ডানপন্থী দলগুলো লকডাউনের নামে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে জনগণকে জিম্মি করা হচ্ছে বলে সরকারের সমালোচনা করে।
এদিকে লকডাউন শিথিলের পরই স্পেনে করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে শুরু করে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৬৮২ এবং মারা গেছেন ২৫ হাজার ৮৫৭ জন।
আকাশ নিউজ ডেস্ক 

























