ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, যে ভারতে ঝুঁকি আছে: আসিফ নজরুল বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২ জাস্টিস ফর হাদি, ইনশাআল্লাহ : মির্জা ফখরুল আলমগীর টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন

করোনাকালে শামীম ওসমানের মহানুভবতা!

এমপি শামীম ওসমান

আকাশ জাতীয় ডেস্ক:

”হ্যালো, আপনি এমপি শামীম ওসমান সাহেব।” উত্তরে ”হ্যা” বলতেই গৃহবধূর কান্নার শব্দ। কান্নাজড়িত কণ্ঠে নিজের অভাবের কথা জানিয়ে ওই গৃহবধূ বললেন, ”আমার অভাবী ছিলাম না। আমার স্বামীর কাজ নেই। ঘরে টাকা নেই, খাবার নেই। আজকে কিছু না পেলে আমার সন্তান নিয়ে না খেয়ে থাকবো।”

কথা শেষ না হতেই শামীম ওসমান বললেন, ”কোথায় থাকেন? ঠিকানা দিন। কোন চিন্তা করবেন না।”

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার ধোপাপট্রি এলাকা থেকে গৃহবধূ শুক্রবার বিকালে সাংসদকে জানায় তার অভাবে কথা। ওই গৃহবধূর স্বামী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কথা শুনেই শামীম ওসমান ওই দিন সন্ধ্যায় আমাদের জন্য ৪ প্যাকেট খাবার। যার মধ্যে তেল, আটা, চাল ও পেঁয়াজ ছিল এবং নগদ ১০ হাজার টাকা একটি লোক মারফত পাঠিয়ে দিয়েছেন। পরে আমরা খাবার ও টাকা পেয়েছি বলে শামীম ওসমান স্যারকে জানিয়েছি।

এদিকে একই দিনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে ফতুল্লার মেঘনা তেল ডিপো সংলগ্ন এলাকায় দীর্ঘকাল ধরে বসবাস করছেন ৩৬টি পরিবার। তাদের সবাই দিন এনে দিন খাওয়া লোক। সংসারের কেউ মুচি, কেউবা রিক্সাচালক কিংবা ভ্যানচালক। আবার অনেকেই দিনমজুর। অথচ একসময় ফতুল্লায় তাদের সহায় সম্পত্তি সবই ছিল। মুনিঋষি গোত্রের এই পরিবারগুলির একসময় চামড়া ব্যবসা ছিল। ছিল ঢাক-ঢোল বাজানোর পেশা। সময়ের বিবর্তনে আজ সবই হাতছাড়া হয়েছে তাদের।

খাবার ও টাকা পৌঁছে দেয়া গণমাধ্যম কর্মী দিলিপ কুমার মন্ডল জানান, এমপি শামীম ওসমান পত্নী লিপি ওসমান গোপনে-প্রকাশ্যে যেখানে যেভাবে দেয়া দরকার খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ মোটরসাইকেল টিম দিয়ে রাতের আঁধারে খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। দুজনের মোবাইলে ম্যাসেজ দিলেই পৌছে দিচ্ছেন খাদ্য সামগ্রী। শহরে জহামতলা এলাকার পরিবারটি অভাবী ছিল না। কিন্তু বর্তমানে পরিস্থিতির শিকার।

প্রসঙ্গত, ওসমান পরিবারে সদস্যরা করোনা পরিস্থিতিতে প্রথম থেকেই ত্রান বিতরণসহ নানা কর্মকান্ডে সক্রীয়। এছাড়া শামীম ওসমান ব্যক্তিগত তহবিল থেকে ১ কোটি টাকা বিরতরণ করেছেন। তার স্ত্রী লিপি ওসমান এ পর্যন্ত ৫-৬ হাজার পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এবং করে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া

করোনাকালে শামীম ওসমানের মহানুভবতা!

আপডেট সময় ০৯:০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০

আকাশ জাতীয় ডেস্ক:

”হ্যালো, আপনি এমপি শামীম ওসমান সাহেব।” উত্তরে ”হ্যা” বলতেই গৃহবধূর কান্নার শব্দ। কান্নাজড়িত কণ্ঠে নিজের অভাবের কথা জানিয়ে ওই গৃহবধূ বললেন, ”আমার অভাবী ছিলাম না। আমার স্বামীর কাজ নেই। ঘরে টাকা নেই, খাবার নেই। আজকে কিছু না পেলে আমার সন্তান নিয়ে না খেয়ে থাকবো।”

কথা শেষ না হতেই শামীম ওসমান বললেন, ”কোথায় থাকেন? ঠিকানা দিন। কোন চিন্তা করবেন না।”

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার ধোপাপট্রি এলাকা থেকে গৃহবধূ শুক্রবার বিকালে সাংসদকে জানায় তার অভাবে কথা। ওই গৃহবধূর স্বামী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কথা শুনেই শামীম ওসমান ওই দিন সন্ধ্যায় আমাদের জন্য ৪ প্যাকেট খাবার। যার মধ্যে তেল, আটা, চাল ও পেঁয়াজ ছিল এবং নগদ ১০ হাজার টাকা একটি লোক মারফত পাঠিয়ে দিয়েছেন। পরে আমরা খাবার ও টাকা পেয়েছি বলে শামীম ওসমান স্যারকে জানিয়েছি।

এদিকে একই দিনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে ফতুল্লার মেঘনা তেল ডিপো সংলগ্ন এলাকায় দীর্ঘকাল ধরে বসবাস করছেন ৩৬টি পরিবার। তাদের সবাই দিন এনে দিন খাওয়া লোক। সংসারের কেউ মুচি, কেউবা রিক্সাচালক কিংবা ভ্যানচালক। আবার অনেকেই দিনমজুর। অথচ একসময় ফতুল্লায় তাদের সহায় সম্পত্তি সবই ছিল। মুনিঋষি গোত্রের এই পরিবারগুলির একসময় চামড়া ব্যবসা ছিল। ছিল ঢাক-ঢোল বাজানোর পেশা। সময়ের বিবর্তনে আজ সবই হাতছাড়া হয়েছে তাদের।

খাবার ও টাকা পৌঁছে দেয়া গণমাধ্যম কর্মী দিলিপ কুমার মন্ডল জানান, এমপি শামীম ওসমান পত্নী লিপি ওসমান গোপনে-প্রকাশ্যে যেখানে যেভাবে দেয়া দরকার খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছেন। তারা বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ মোটরসাইকেল টিম দিয়ে রাতের আঁধারে খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। দুজনের মোবাইলে ম্যাসেজ দিলেই পৌছে দিচ্ছেন খাদ্য সামগ্রী। শহরে জহামতলা এলাকার পরিবারটি অভাবী ছিল না। কিন্তু বর্তমানে পরিস্থিতির শিকার।

প্রসঙ্গত, ওসমান পরিবারে সদস্যরা করোনা পরিস্থিতিতে প্রথম থেকেই ত্রান বিতরণসহ নানা কর্মকান্ডে সক্রীয়। এছাড়া শামীম ওসমান ব্যক্তিগত তহবিল থেকে ১ কোটি টাকা বিরতরণ করেছেন। তার স্ত্রী লিপি ওসমান এ পর্যন্ত ৫-৬ হাজার পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এবং করে যাচ্ছেন।