আকাশ জাতীয় ডেস্ক:
করোনাভাইরাস মোকাবিলায় ঢাকায় প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা মানছেন না বেশিরভাগ মানুষ। অসচেতনভাবে আক্রান্ত এলাকা ছেড়ে অন্য এলাকায় যাচ্ছেন তারা। কোথাও কোথাও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারি না থাকায় বাধাহীন ছিল চলাচল।
কোভিড নাইনটিনের সংক্রমণ বাড়তে থাকলেও মহাসড়কে মানুষের উপস্থিতি কোনোভাবেই কমানো যাচ্ছে না। সড়কে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা কম থাকলেও মোটরসাইকেল, অটোরিকশা কিংবা পিকআপ ভ্যানে গন্তব্যে ছুটছেন মানুষ।
শুক্রবার (১ মে) সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কয়েকটি চেকপোস্টে যানবাহন নজরদারিতে দেখা যায় শিথিলতা। এ সুযোগে অনেকেই রাজধানীতে ঢুকছেন কিংবা বের হয়ে যাচ্ছেন। জিজ্ঞাসাবাদে দিচ্ছেন নানা অজুহাত।
পুলিশ বলছে, সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করা গেলেও বিনা প্রয়োজনে পথচারীদের চলাচল থামানো যাচ্ছে না।
কাচপুর পুলিশ ফাড়ি ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্প কারখানা খোলার কারণে প্রতিনিয়ত অফিস করার জন্য যাতায়াত করছে। আমরা যাচাই করে ছেড়েছি।
এদিকে রাজধানীর গাবতলী ও আব্দুল্লাহপুরের প্রবেশ মুখে যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের কিছুটা কড়াকড়ি দেখা গেছে।
করোনাভাইরাস সংক্রমণ রোধে রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা রয়েছে, দিন যতই যাচ্ছে তা মানার প্রবণতা ততই কমছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, কেবল আইন করে নয়, ব্যক্তি সচেতনতা তৈরি না হলে সংক্রমন রোধ সম্ভব নয়।
আকাশ নিউজ ডেস্ক 

























