ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা হতে পারে: রয়টার্স আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব: প্রধান উপদেষ্টা নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত একটি দল বাড়ি বাড়ি গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে: নজরুল ইসলাম খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপি নেতা সাজুকে বহিষ্কার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ গণভোটে ‘হ্যাঁ’কে বিজয়ী করতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ডাকসুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

মুস্তাফিজ-সাকিবকে নিয়ে ভীত ম্যাক্সওয়েল

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুবাদে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে খুব কাছ থেকে চেনেন অস্ট্রেলিয়ার হার্ডহিটার গ্লেন ম্যাক্সওয়েল। বিপক্ষ দলে একাধিকবার বাংলাদেশের দুই তারকাকে পেয়েছিলেন ম্যাক্সওয়েল। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটেও দুই-একবার ম্যাক্সওয়েলের বিপক্ষে খেলেছিলেন সাকিব ও মুস্তাফিজ।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ভালো করতে হলে মুস্তাফিজ ও সাকিবকে ভালোভাবে সামলানোর কথা জানিয়েছেন ম্যাক্সওয়েল। এ দুই ক্রিকেটারের বিপক্ষে ভালো করতে না পারলে সিরিজে পিছিয়ে থাকবে বলে মনে করেন অসি ক্রিকেটার। সাকিব ও মুস্তাফিজকে নিয়ে অনেকটাই ‘ভীত’ ম্যাক্সওয়েল!

আজ বুধবার বাংলাদেশ দল বিশ্রামে ছিল। তবে অস্ট্রেলিয়া দল সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত অনুশীলন করেছে। অনুশীলনের ফাঁকে ম্যাক্সওয়েল দলের প্রতিনিধি হয়ে আসেন সংবাদ সম্মেলনে। সাকিব ও মুস্তাফিজকে নিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘আমাদেরকে অবশ্যই ওদের বিপক্ষে ভালো খেলতে হবে। ওরা যেন টেস্ট সিরিজে প্রাধান্য বিস্তার করতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে। আমাদের অবশ্যই শুরু থেকে ভালো খেলতে হবে।’

মুস্তাফিজুর রহমানের আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ’র বিপক্ষে ম্যাক্সওয়েল দুবার খেলেছিলেন। দুবারই ম্যাক্সওয়েলের পাঞ্জাবকে হারিয়েছিল হায়দরাবাদ। দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। এক ম্যাচে ৪ ওভারে ৯ রানে নিয়েছিলেন ২ উইকেট। আরেক ম্যাচে ৪ ওভারে ৩২ রানে নিয়েছিলেন ১ উইকেট। এছাড়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের বিপক্ষে খেলেছিলেন ম্যাক্সওয়েল। পরের আসরে সাকিব ও মুস্তাফিজ দুজনকেই পেয়েছিলেন এ অসি ক্রিকেটার।

মুস্তাফিজকে নিয়ে ম্যাক্সওয়েল বলেছেন, ‘মুস্তাফিজুর নিঃসন্দেহে ব্যতিক্রমী বোলার। ওকে আমরা আইপিএলে খেলেছি। হয়ত ওর গতি কিছুটা কমেছে টেস্ট খেলার কারণে। তবুও ও দারুণ বোলার যে নিখুঁতভাবে বল সুইং করাতে সক্ষম। ও যেভাবে স্লোয়ার বলটি করে সেটা এক কথায় অবিশ্বাস্য।’

‘আমরা সচরাচর যে বাঁহাতি পেসারদের খেলি ও সেরকম নয়। রিস্ট বোলিংয়ের শেষ মুহূর্তে বল ফ্লিক করতে সক্ষম। ওটাই ওর বাম্পার স্লোয়ার বল। এ বলটি পিক করা বেশ কঠিন।’ – যোগ করেন ম্যাক্সওয়েল।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকেও প্রশংসায় ভাসিয়েছেন ম্যাক্সওয়েল। তার ভাষ্য, ‘সাকিব দারুণ ক্রিকেটার। সে একজন জেনুইন অলরাউন্ডার।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

মুস্তাফিজ-সাকিবকে নিয়ে ভীত ম্যাক্সওয়েল

আপডেট সময় ০৬:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুবাদে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে খুব কাছ থেকে চেনেন অস্ট্রেলিয়ার হার্ডহিটার গ্লেন ম্যাক্সওয়েল। বিপক্ষ দলে একাধিকবার বাংলাদেশের দুই তারকাকে পেয়েছিলেন ম্যাক্সওয়েল। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটেও দুই-একবার ম্যাক্সওয়েলের বিপক্ষে খেলেছিলেন সাকিব ও মুস্তাফিজ।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ভালো করতে হলে মুস্তাফিজ ও সাকিবকে ভালোভাবে সামলানোর কথা জানিয়েছেন ম্যাক্সওয়েল। এ দুই ক্রিকেটারের বিপক্ষে ভালো করতে না পারলে সিরিজে পিছিয়ে থাকবে বলে মনে করেন অসি ক্রিকেটার। সাকিব ও মুস্তাফিজকে নিয়ে অনেকটাই ‘ভীত’ ম্যাক্সওয়েল!

আজ বুধবার বাংলাদেশ দল বিশ্রামে ছিল। তবে অস্ট্রেলিয়া দল সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত অনুশীলন করেছে। অনুশীলনের ফাঁকে ম্যাক্সওয়েল দলের প্রতিনিধি হয়ে আসেন সংবাদ সম্মেলনে। সাকিব ও মুস্তাফিজকে নিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘আমাদেরকে অবশ্যই ওদের বিপক্ষে ভালো খেলতে হবে। ওরা যেন টেস্ট সিরিজে প্রাধান্য বিস্তার করতে না পারে সেদিকে আমাদের নজর রাখতে হবে। আমাদের অবশ্যই শুরু থেকে ভালো খেলতে হবে।’

মুস্তাফিজুর রহমানের আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ’র বিপক্ষে ম্যাক্সওয়েল দুবার খেলেছিলেন। দুবারই ম্যাক্সওয়েলের পাঞ্জাবকে হারিয়েছিল হায়দরাবাদ। দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। এক ম্যাচে ৪ ওভারে ৯ রানে নিয়েছিলেন ২ উইকেট। আরেক ম্যাচে ৪ ওভারে ৩২ রানে নিয়েছিলেন ১ উইকেট। এছাড়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের বিপক্ষে খেলেছিলেন ম্যাক্সওয়েল। পরের আসরে সাকিব ও মুস্তাফিজ দুজনকেই পেয়েছিলেন এ অসি ক্রিকেটার।

মুস্তাফিজকে নিয়ে ম্যাক্সওয়েল বলেছেন, ‘মুস্তাফিজুর নিঃসন্দেহে ব্যতিক্রমী বোলার। ওকে আমরা আইপিএলে খেলেছি। হয়ত ওর গতি কিছুটা কমেছে টেস্ট খেলার কারণে। তবুও ও দারুণ বোলার যে নিখুঁতভাবে বল সুইং করাতে সক্ষম। ও যেভাবে স্লোয়ার বলটি করে সেটা এক কথায় অবিশ্বাস্য।’

‘আমরা সচরাচর যে বাঁহাতি পেসারদের খেলি ও সেরকম নয়। রিস্ট বোলিংয়ের শেষ মুহূর্তে বল ফ্লিক করতে সক্ষম। ওটাই ওর বাম্পার স্লোয়ার বল। এ বলটি পিক করা বেশ কঠিন।’ – যোগ করেন ম্যাক্সওয়েল।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকেও প্রশংসায় ভাসিয়েছেন ম্যাক্সওয়েল। তার ভাষ্য, ‘সাকিব দারুণ ক্রিকেটার। সে একজন জেনুইন অলরাউন্ডার।’