আকাশ জাতীয় ডেস্ক:
কর্মহীন হয়ে পড়া নগরীর হকারদের মধ্যে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান।
সোমবার সন্ধ্যায় নগরীর ২নং রেইলগেট, কালীরবাজার ও চাষাঢ়া সিটি হকার্স মার্কেটের সাড়ে ৩শ’ হকারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
হকার শ্রমিক লীগের সভাপতি রহিম মুন্সি জানান, করোনার জন্য লকডাউনের ২-৩ মাস আগে থেকেই আমরা ফুটপাতে বসতে পারছি না।
এর ওপর আবার বর্তমান পরিস্থিতির কারণে হকাররা পরিবার-পরিজন নিয়ে রীতিমতো মানবেতর জীবনযাপন করছিল। এমপি শামীম ওসমান নিজ উদ্যোগে আমাদের খোঁজ নিয়েছেন এবং প্রায় এক হাজার হকার পরিবারের মধ্যে তিনি খাদ্যসামগ্রী দিয়েছেন। আমরা আজ প্রায় সাড়ে ৩শ’ হকারকে দিয়েছি এবং আগামী কয়েকদিনে বাকিদের দেয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















