অাকাশ স্পোর্টস ডেস্ক:
ডাম্বুলাতে প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত। বিরাট কোহলির টিম ইন্ডিয়া ম্যাচ জিতল ৯ উইকেটে। ম্যাচ সেরা শিখর ধাওয়ান।
প্রথমে ব্যাট করে ৪৩.২ ওভারে ২১৬ রান তোলে শ্রীলঙ্কা। এদিন টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। শুরুটা খারাপ করেননি শ্রীলঙ্কার দুই ওপেনার ডিকাভিলা এবং গুনাথিলাকা। ডিকাভিলা আউট হন ৬৪ রান করে। গুনাথিলাকা করেন ৩৫ রান। মেন্ডিসের অবদান ৩৬ রান এবং অ্যাঞ্জেলো ম্যাথুজ অপরাজিত থাকেন ৩৬ রান করে।
এছাড়া শ্রীলঙ্কার আর কোনও ব্যাটসম্যান ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। অক্ষর প্যাটেল ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে সফল।
তিনি তিনটে উইকেট নিয়েছেন। দুটো করে উইকেট পেয়েছেন বুমরাহ, কেদার যাদব এবং চাহাল।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২৮.৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। শিখর ধাওয়ান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৩২ রানে। তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক বিরাট কোহলি। বিরাট অপরাজিত থাকেন ৮২ রান করে। রোহিত শর্মা রান আউট হন ৪ রান করে।
আকাশ নিউজ ডেস্ক 

























