অাকাশ স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব নিচ্ছেন ভারতের সাবেক স্পিনার সুনীল যোশী।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দু্ই মাসের জন্য টাইগারদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন যোশী।
রুয়ান কালপাগে বরখাস্ত হওয়ার পর থেকেই একজন স্পিন কোচ খুঁজছিল বিসিবি। ভালো মানের কাউকে না পাওয়াতে বোর্ড সাহায্য চেয়েছিল অনিল কুম্বলের।
তার সুপারিশেই হাদরাবাদে যোশীর সঙ্গে আলোচনা বসে বিসিবি। অবশেষে সেই আলোচনারই ফল জানা গেল।
যোশী ভারতের হয়ে ১৫টি টেস্ট ও ৬৯ ওয়ানডে খেলেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























