আকাশ স্পোর্টস ডেস্ক:
আর মাত্র ২ উইকেট পেলেই (৩৩ টেস্টে) দ্রুততম ২০০ উইকেট শিকারের বিশ্বরেকর্ড হবে ইয়াসির শাহের। পাকিস্তানের এই লেগ স্পিনারের কৃর্তী গড়ার ম্যাচে আক্ষেপ নিয়েই মাঠ ছাড়েন কেন উইলিয়ামসন। মাত্র ১১ রানের জন্য ক্যারিয়ারের ১৯তম সেঞ্চুরির দেখা পাননি নিউজিল্যান্ডের এই অধিনায়ক। টেস্ট ক্যারিয়ারে চারবার নার্ভাস নাইনটিতে আউট হন তিনি।
আবুধাবিতে সিরিজ নির্ধারণী টেস্টে টস হেরে ব্যাটিং নেমে এক উইকেটে ৭০ রান করে নিউজিল্যান্ড। এরপর ২ রানের ব্যবধানে ৩ উইকেট হারায়। ৪ উইকেটে ৭২ রান করা দলকে একাই টেনে তুলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তার একার লড়াইয়ে আবুধাবি টেস্টের প্রথম দিনে ৭ উইকেটে ২২৯ রান সংগ্রহ নিউজিল্যান্ডের।
দলের হয়ে সর্বোচ্চ ৭ চারের সাহায্যে ৮৯ রান করেন উইলিয়ামসন। এছাড়া ৪৫ রান করেন ওপেনার জিত রাভেল। ৪২ রানে অপরাজিত আছেন ওয়েটলিং। তাকে সঙ্গ দিচ্ছেন উইলিয়াম সোমারভিলি। প্রথম দিনে ৬২ রানে ৩ উইকেট শিকার করেন ইয়াসির শাহ।
এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আবুধাবিতে নিশ্চিত পরাজয়ের ম্যাচে নাটকীয় জয় পায় নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্টে দুবাইয়ের উইকেটে দাঁড়াতেই পারেনি কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দল।
ইয়াসির শাহের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে প্রথম ইনিংসে ৯০ রানে অলআউট নিউজিল্যান্ড। ফলোঅন এড়াতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩১২ রানে গুটিয়ে যায় ব্ল্যাকক্যাপসরা। প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪১৮ রান করা পাকিস্তান শেষ পর্যন্ত ইনিংস ও ১৬ রানে জয় পায়। ১৪ উইকেট শিকার করে দলের জয়ে অবদান রেখে ম্যাচসেরা নির্বাচিত হন ইয়াসির শাহ।
আকাশ নিউজ ডেস্ক 



















