ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজোর হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা জাভেদ আর নেই শহীদ ওসমান হাদির বিচার নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা শত বছরের দিকনির্দেশনা দেবে গণভোট: আদিলুর রহমান খান ‘মন্ত্রী হলে পরে হব, নির্বাচন ছাড়ব না’ জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল: খন্দকার মোশাররফ ৮ জেলায় ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড) উদ্বোধন করলেন আইন উপদেষ্টা বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা পিসিবির ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ

৫০০ টাকা দামের পোশাকও পরেন কাজল!

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী কাজল মাত্র ৫০০ টাকা দামের পোশাকও পরেন বলে জানিয়েছেন তার স্বামী অভিনেতা অজয় দেবগন।

রোববার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের বিখ্যাত চ্যাট শো ‘কফি উইথ করণ’ এ তথ্য জানান অজয়। এদিন অনুষ্ঠানে অজয় দেবগনের পাশাপাশি অতিথি হিসেবে ছিলেন কাজল।

অনুষ্ঠানের এক ফাঁকে অজয় দেবগন মজা করে বলেন, কাজলকে আমি হাড়কিপটে বলে ডাকি, কাজলকে দামি উপহার দিতে চাইলে সে আমাকে দমিয়ে দেয়।

এরপর অজয় বলেন, কোনো কোনো সময় মাত্র ৫০০ টাকা দামের পোশাকও পরে কাজল। এছাড়া সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করার কাজল তিন ঘণ্টা ধরে এডিট (সম্পাদনা) করে!

অজয় জানান, সেলফি নিয়ে রীতিমতো যুদ্ধ বাধে এ দম্পতির। কাজলের নাকি সেলফি তোলার নেশা আছে এবং তিনি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে চান সবসময়। অজয় বলেন, কাজল ও তাদের ১৫ বছরের কন্যা নিশা একটি ছবি পোস্ট করার আগে মাঝেমাঝে তিন ঘণ্টা ধরে সম্পাদনা করেন।

অভিনেত্রী কাজল আর নির্মাতা করণ জোহর বাল্যকালের বন্ধু। দুই বছর পর করণের শোতে কাজল ও অজয় একসঙ্গে কফি খেলেন।

বিয়ের আগে অজয়-কাজলের প্রেম নিয়েও খোলামেলা আলাপ করেন সুপারহিট তারকারা।

অজয় বলেন, অন্যান্য প্রেমিক-প্রেমিকার মতো আমরা কখনো একে-অপরকে ‘আই লাভ ইউ’ বলিনি। কখনো আনুষ্ঠানিকভাবে প্রেমের প্রস্তাবও দেইনি। আমরা একসঙ্গে বেড়ে উঠেছি। বিয়ে নিয়েও কখনো আলাপ করিনি।

অনুষ্ঠানের প্রোমোতে দেখা যায়, করণ অজয়কে জিজ্ঞেস করছেন, তারা এখন বন্ধু হতে পারেন কিনা। প্রায় ২০ বছরের বিবাহিত সম্পর্ক কাজল-অজয়ের। করণকে অজয় ‘হ্যাঁ’ বলার পর কাজল থামিয়ে দিয়ে বলেন, ‘তুমি (অজয়) ওর বন্ধু হতে পারো না, ও (করণ) আমার বন্ধু।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০০ টাকা দামের পোশাকও পরেন কাজল!

আপডেট সময় ০৭:৪৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী কাজল মাত্র ৫০০ টাকা দামের পোশাকও পরেন বলে জানিয়েছেন তার স্বামী অভিনেতা অজয় দেবগন।

রোববার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের বিখ্যাত চ্যাট শো ‘কফি উইথ করণ’ এ তথ্য জানান অজয়। এদিন অনুষ্ঠানে অজয় দেবগনের পাশাপাশি অতিথি হিসেবে ছিলেন কাজল।

অনুষ্ঠানের এক ফাঁকে অজয় দেবগন মজা করে বলেন, কাজলকে আমি হাড়কিপটে বলে ডাকি, কাজলকে দামি উপহার দিতে চাইলে সে আমাকে দমিয়ে দেয়।

এরপর অজয় বলেন, কোনো কোনো সময় মাত্র ৫০০ টাকা দামের পোশাকও পরে কাজল। এছাড়া সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করার কাজল তিন ঘণ্টা ধরে এডিট (সম্পাদনা) করে!

অজয় জানান, সেলফি নিয়ে রীতিমতো যুদ্ধ বাধে এ দম্পতির। কাজলের নাকি সেলফি তোলার নেশা আছে এবং তিনি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতে চান সবসময়। অজয় বলেন, কাজল ও তাদের ১৫ বছরের কন্যা নিশা একটি ছবি পোস্ট করার আগে মাঝেমাঝে তিন ঘণ্টা ধরে সম্পাদনা করেন।

অভিনেত্রী কাজল আর নির্মাতা করণ জোহর বাল্যকালের বন্ধু। দুই বছর পর করণের শোতে কাজল ও অজয় একসঙ্গে কফি খেলেন।

বিয়ের আগে অজয়-কাজলের প্রেম নিয়েও খোলামেলা আলাপ করেন সুপারহিট তারকারা।

অজয় বলেন, অন্যান্য প্রেমিক-প্রেমিকার মতো আমরা কখনো একে-অপরকে ‘আই লাভ ইউ’ বলিনি। কখনো আনুষ্ঠানিকভাবে প্রেমের প্রস্তাবও দেইনি। আমরা একসঙ্গে বেড়ে উঠেছি। বিয়ে নিয়েও কখনো আলাপ করিনি।

অনুষ্ঠানের প্রোমোতে দেখা যায়, করণ অজয়কে জিজ্ঞেস করছেন, তারা এখন বন্ধু হতে পারেন কিনা। প্রায় ২০ বছরের বিবাহিত সম্পর্ক কাজল-অজয়ের। করণকে অজয় ‘হ্যাঁ’ বলার পর কাজল থামিয়ে দিয়ে বলেন, ‘তুমি (অজয়) ওর বন্ধু হতে পারো না, ও (করণ) আমার বন্ধু।’