অাকাশ নিউজ ডেস্ক:
আমি সেই কুলাঙ্গার সন্তান নই
ভুলে যাবো পিতার রক্তঋণ
এই মাটি, বাতাস, বৃক্ষলতা জানে
পিতার অবদান
জড়বস্তুরও রয়েছে কৃতজ্ঞতাবোধ
অথচ পিতার রক্তের উপরে দাঁড়িয়ে উদ্বাহু নৃত্য করে পাকিস্তানি পিতার ভ্রান্ত সন্তানেরা
এদের এলার্জি শাহরিয়ার কবির, সুলতানা কামাল, মুহম্মদ জাফর ইকবালের মতো সূর্যসন্তানদের
বিপরীতে মনজুড়ে বিরাজ করে গোলাম আযম, দেলাওয়ার হোসেন সাঈদী, কাদের মোল্লার মতো
কিস্তানি প্রেত
এরা পবিত্র গ্রন্থে বর্ণিত সেই অভিশপ্তরাই!
পিতা ক্ষমা করো আমাদের
সোনার বাংলায় জল্লাদের আস্ফালনে
আমাদের প্রতিরোধের বারুদ জ্বলে ওঠেনি বলে
পাকিস্তানি জারজমুক্ত হবে একদিন পবিত্র স্বদেশ
তোমার নামের এ শপথ প্রোথিত অন্তরে।
আকাশ নিউজ ডেস্ক 

























