ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

বাংলাদেশ ক্রিকেট মানেই মুমিনুল নয়: হাথুরু

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের দলে জায়গা হয়নি মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদের। তবে মুমিনুলের বাদ পড়াটা মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও। শনিবার দল ঘোষণার পর তাই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সাংবাদিকদের নানা প্রশ্নের সম্মুখিন হতে হয়। প্রশ্নের জবাবে বেশ কড়া উত্তরই দেন এই শ্রীলঙ্কান কোচ। ‘বাংলাদেশ মানেই কেবল মুমিনুল নয়’ এমন কড়া কথাই শোনা যায় চন্ডিকার কণ্ঠে।

বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেকের পর থেকেই ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে আসছিলেন মুমিনুল। তবে সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। তারপরও টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ গড়ের অধিকারী মুমিনুলকে আরেকটু সুযোগ দেয়া যেত বলে মনে করেন ক্রিকেটপ্রেমীরা।

মুমিনুল বাদ পড়ার প্রশ্নে হাথুরুসিংহে অনেকটা বিরক্তির সুরে সাংবাদিকদের বলেন, ‘এসব প্রশ্ন তুলে আপনারা খেলোয়াড়দের কাজটাই কঠিন করে তুলছেন। কোনো ক্রিকেটারের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। আমরা সেরা খেলোয়াড়দেরই নেয়ার চেষ্টা করি। সেইসঙ্গে আমাদের লক্ষ্য থাকে খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনা।’

এরপর আরেক সাংবাদিকের প্রশ্নে বিরক্ত হয়ে পেশাদারিত্বের ভাব ফুটিয়ে হাথুরু বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট মানেই কেবল মুমিনুল নয়। এটা ১১ জন ক্রিকেটারের দল, যারা ম্যাচ জয়ে চেষ্টা করছে। আপনারা একজন-দুজনকে নিয়ে বেশি চিন্তিত। আমরা কোনো ক্রিকেটারকে ভিন্ন দৃষ্টিতে দেখছি না। সবাইকে সমানভাবে বিবেচনা করি।’

এরপর মুমিনুলের বাদ পড়ার কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘পারফরম্যান্সের ধারাবাহিকতা বিবেচনায় এনে দল নির্বাচন করা হয়। কিছু ছেলে গত টেস্টের পারফরম্যান্সের কারণে বাদ পড়েছে। আমি কারো নাম মেনশন করতে চাইছি না। কিন্তু আমার কাছে টিমই গুরুত্বপূর্ণ।’

গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৭ ও ৫ রান করেছিলেন মুমিনুল। এর আগে ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের দুই ইনিংসে করে ১২ ও ২৭ রান। ব্যাট হাতে এমন ব্যর্থতার কারণেই মিরপুর টেস্টের দল থেকে বাদ পড়লেন মুমিনুল। আগামী ২৭ আগস্ট শুরু হবে মিরপুর টেস্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

বাংলাদেশ ক্রিকেট মানেই মুমিনুল নয়: হাথুরু

আপডেট সময় ০৫:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক: 

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের দলে জায়গা হয়নি মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদের। তবে মুমিনুলের বাদ পড়াটা মেনে নিতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরাও। শনিবার দল ঘোষণার পর তাই প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সাংবাদিকদের নানা প্রশ্নের সম্মুখিন হতে হয়। প্রশ্নের জবাবে বেশ কড়া উত্তরই দেন এই শ্রীলঙ্কান কোচ। ‘বাংলাদেশ মানেই কেবল মুমিনুল নয়’ এমন কড়া কথাই শোনা যায় চন্ডিকার কণ্ঠে।

বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেকের পর থেকেই ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে আসছিলেন মুমিনুল। তবে সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো যাচ্ছে না। তারপরও টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ গড়ের অধিকারী মুমিনুলকে আরেকটু সুযোগ দেয়া যেত বলে মনে করেন ক্রিকেটপ্রেমীরা।

মুমিনুল বাদ পড়ার প্রশ্নে হাথুরুসিংহে অনেকটা বিরক্তির সুরে সাংবাদিকদের বলেন, ‘এসব প্রশ্ন তুলে আপনারা খেলোয়াড়দের কাজটাই কঠিন করে তুলছেন। কোনো ক্রিকেটারের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। আমরা সেরা খেলোয়াড়দেরই নেয়ার চেষ্টা করি। সেইসঙ্গে আমাদের লক্ষ্য থাকে খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনা।’

এরপর আরেক সাংবাদিকের প্রশ্নে বিরক্ত হয়ে পেশাদারিত্বের ভাব ফুটিয়ে হাথুরু বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট মানেই কেবল মুমিনুল নয়। এটা ১১ জন ক্রিকেটারের দল, যারা ম্যাচ জয়ে চেষ্টা করছে। আপনারা একজন-দুজনকে নিয়ে বেশি চিন্তিত। আমরা কোনো ক্রিকেটারকে ভিন্ন দৃষ্টিতে দেখছি না। সবাইকে সমানভাবে বিবেচনা করি।’

এরপর মুমিনুলের বাদ পড়ার কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘পারফরম্যান্সের ধারাবাহিকতা বিবেচনায় এনে দল নির্বাচন করা হয়। কিছু ছেলে গত টেস্টের পারফরম্যান্সের কারণে বাদ পড়েছে। আমি কারো নাম মেনশন করতে চাইছি না। কিন্তু আমার কাছে টিমই গুরুত্বপূর্ণ।’

গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৭ ও ৫ রান করেছিলেন মুমিনুল। এর আগে ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের দুই ইনিংসে করে ১২ ও ২৭ রান। ব্যাট হাতে এমন ব্যর্থতার কারণেই মিরপুর টেস্টের দল থেকে বাদ পড়লেন মুমিনুল। আগামী ২৭ আগস্ট শুরু হবে মিরপুর টেস্ট।