অাকাশ জাতীয় ডেস্ক:
রাঙ্গামাটির লংগদুতে জনসংহতি সমিতির (এমএন লারমা) এক কর্মীকে গুলিতে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের বড়াদম গ্রামের বান্দরতলা এলাকায় এ ঘটনা ঘটে।
লংগদু থানার ওসি রঞ্জন কুমার গণমাধ্যমকে এ তথ্য জানান।
নিহত বাজা চাকমা (৩৫) ওই ইউনিয়নের পূন্যসেন কারবারীপাড়া গ্রামের সুরেন্দ্র চাকমার ছেলে।
ওসি রঞ্জন বলেন, লাশ উদ্ধার করে আপাতত লংগদু থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















