অাকাশ জাতীয় ডেস্ক:
মাদারীপুরের কালকিনিতে বিএনপির দুই নেতাকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- উপজেলা তৃণমূল দলের সাধারণ সম্পাদক মো. রুবেল হাওলাদার (৩৫) ও উপজেলার ডাসার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এইচএম ইমরান (৩০)।
গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার গভীর রাতে মো. রুবেল হাওলাদারকে তার নিজ এলাকা পৌরসভার পাঙ্গাশিয়া থেকে আটক করে। অন্যদিকে ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে এইচএম ইমরানকে তার নিজগ্রাম ডাসার থেকে আটক করেন।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. মোফাজ্জেল হোসেন ও উপজেলার ডাসার থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় আটক করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















