ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় নিরাপত্তায় ক্লাস-পরীক্ষায় ফেরার আকুতি গণস্বাস্থ্যের শিক্ষার্থীদের

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয় বলে কি আমরা অপরাধ করেছি? আমরা কি রাষ্ট্রীয় নিরাপত্তা পাব না? আমরা কি নির্বিঘ্নে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারব না? আমাদের ওপর সন্ত্রাসী হামলা হয়, ছাত্রীরা নিপীড়নের শিকার হয়, কিন্তু পুলিশ দাঁড়িয়ে থাকে। কী অপরাধ আমাদের? মুক্তিযুদ্ধের স্মৃতি লালনকারী প্রতিষ্ঠানে পড়ি বলেই কি আমাদের এই করুণ দশা? কেন আমাদের শিক্ষাজীবন আজ হুমকির মুখে?

কান্নাজড়িত কণ্ঠে বিলাপ করে এসব প্রশ্ন রাখেন সাভারের গণস্বাস্থ্যভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সোমবার বিকাল সাড়ে ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য মেডিকেলে সন্ত্রাসী হামলায় আহত এক ছাত্রীর করুণ আর্তনাদে বাতাস ভারি হয়ে ওঠে।

কথার ফাঁকে থেমে থেমে কেঁদে ওঠেন ওয়াসিমা ফারিহা মাহী। স্বরভাঙা করুণ কণ্ঠে তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।

গণস্বাস্থ্য কেন্দ্রে হামলা, ভাঙচুর, লুটপাট ও গণবিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জাবি শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ ও গণবিশ্ববিদ্যালয়।

অধ্যাপক নাসিম আখতার হুসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাবির অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক মো. শরিফ উদ্দিন, ঐক্যমঞ্চের মুখপাত্র সহযোগী অধ্যাপক রায়হান রাইন ও শিক্ষার্থীদের মধ্যে শোভন রহমান।

আর গণস্বাস্থ্যের পক্ষ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন, প্রভাষক সাকিনা আক্তার, আহত শিক্ষার্থীদের মধ্য থেকে ওয়াসিমা ফারিহা মাহী ও জলি খাতুন আখি আক্তার ও রোকনুজ্জামান মনি বক্তব্য দেন।

বক্তব্যে জাবির শিক্ষক-শিক্ষার্থীরা গণস্বাস্থ্য কেন্দ্র ও ছত্রীদের ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবি করেন। একই সঙ্গে তারা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত গণস্বাস্থ্য কেন্দ্রে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় নিরাপত্তায় ক্লাস-পরীক্ষায় ফেরার আকুতি গণস্বাস্থ্যের শিক্ষার্থীদের

আপডেট সময় ১০:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ নভেম্বর ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নয় বলে কি আমরা অপরাধ করেছি? আমরা কি রাষ্ট্রীয় নিরাপত্তা পাব না? আমরা কি নির্বিঘ্নে ক্লাস-পরীক্ষায় অংশ নিতে পারব না? আমাদের ওপর সন্ত্রাসী হামলা হয়, ছাত্রীরা নিপীড়নের শিকার হয়, কিন্তু পুলিশ দাঁড়িয়ে থাকে। কী অপরাধ আমাদের? মুক্তিযুদ্ধের স্মৃতি লালনকারী প্রতিষ্ঠানে পড়ি বলেই কি আমাদের এই করুণ দশা? কেন আমাদের শিক্ষাজীবন আজ হুমকির মুখে?

কান্নাজড়িত কণ্ঠে বিলাপ করে এসব প্রশ্ন রাখেন সাভারের গণস্বাস্থ্যভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সোমবার বিকাল সাড়ে ৩টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য মেডিকেলে সন্ত্রাসী হামলায় আহত এক ছাত্রীর করুণ আর্তনাদে বাতাস ভারি হয়ে ওঠে।

কথার ফাঁকে থেমে থেমে কেঁদে ওঠেন ওয়াসিমা ফারিহা মাহী। স্বরভাঙা করুণ কণ্ঠে তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।

গণস্বাস্থ্য কেন্দ্রে হামলা, ভাঙচুর, লুটপাট ও গণবিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জাবি শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ ও গণবিশ্ববিদ্যালয়।

অধ্যাপক নাসিম আখতার হুসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জাবির অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক মো. শরিফ উদ্দিন, ঐক্যমঞ্চের মুখপাত্র সহযোগী অধ্যাপক রায়হান রাইন ও শিক্ষার্থীদের মধ্যে শোভন রহমান।

আর গণস্বাস্থ্যের পক্ষ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন, প্রভাষক সাকিনা আক্তার, আহত শিক্ষার্থীদের মধ্য থেকে ওয়াসিমা ফারিহা মাহী ও জলি খাতুন আখি আক্তার ও রোকনুজ্জামান মনি বক্তব্য দেন।

বক্তব্যে জাবির শিক্ষক-শিক্ষার্থীরা গণস্বাস্থ্য কেন্দ্র ও ছত্রীদের ওপর সন্ত্রাসী হামলার বিচার দাবি করেন। একই সঙ্গে তারা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত গণস্বাস্থ্য কেন্দ্রে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।