অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মেট্রো ওয়াশিংটনে ৩ নভেম্বর আওয়ামী লীগের আয়োজনে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসাইন ও সভা পরিচালনা করেন দলের যুগ্ম সম্পাদক মনির পাটোয়ারী।
আলোচনাসভায় বক্তব্য রাখেন দলের জ্যেষ্ঠ সভাপতি শিব্বীর আহমেদ, সহসভাপতি জিআই রাসেল, সহসভাপতি মজিবুর রহমান খান প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নিশ্চিহ্ন করতে বারবার শীর্ষ নেতৃত্বকে হত্যা করা হয়। ১৫ আগস্ট, ৩ নভেম্বর, ২১ আগস্টসহ বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের চেতনা ও শক্তিকে নিশ্চিহ্ন করতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। এ ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। এ ব্যাপারে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে সজাগ থাকতে হবে।
তারা আরও বলেন, ‘৭১-এর ঘাতক, ‘৭৫-এর ঘাতক, ৩ নভেম্বরের ঘাতক ও ২১ আগস্টের ঘাতকরা একই সূত্রে গাঁথা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশের এ অব্যাহত অগ্রযাত্রা ধরে রাখতে আবারও আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
আকাশ নিউজ ডেস্ক 




















