অাকাশ জাতীয় ডেস্ক:
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বৃহত্তর রংপুরে দলের ত্রাণ কার্যক্রম সরকার বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটির প্রধান সমন্বয়কারী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এ অভিযোগ করেন। একই সঙ্গে এই অবস্থার মোকাবেলায় সর্বদলীয়ভাবে আলোচনার উদ্যোগ নেয়ারও আহ্বান জানান তিনি।
নোমান বলেন, প্রধানমন্ত্রী রোববার কুড়িগ্রাম যাবেন। আমাদের সমস্ত রিলিফ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। কোনো কার্যক্রম বৃহত্তর রংপুরে-দিনাজপুরে করতে দেয়া হচ্ছে না। এটার জন্য আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। আমরা ঘৃণা জানাই। তিনি বলেন, যেখানে মানুষ মরছে, প্রতিদিন লাশ পাওয়া যাচ্ছে সেই জায়গায় আমরা রিলিফ বণ্টন করব- সেটা করতে বাধা প্রদান করার হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা জনগণের ওপরে কেন- আমরা তা জানি না।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নোমান জানান, অনেক জায়গায় রিলিফ দিতে গিয়ে নেতাকর্মীরা প্রতিবন্ধকতার মুখে পড়েছেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কুড়িগ্রাম যেতে চেয়েছেন, তাকেও আগেই প্রশাসন বলে দিয়েছে যে ২১ তারিখের আগে সেখানে না যেতে। তবে নওগাঁর মান্দায় শনিবার ত্রাণ কার্যক্রম করেছেন বলে জানিয়েছেন ত্রাণ কমিটির সদস্য ও বিএনপির কেন্দ্রীয় আবদুল মতিন।
সংবাদ সম্মেলনে নোমান বলেন, দুঃখের সঙ্গে বলতে হয়, এ সরকারের মন্ত্রীরা ত্রাণ দিতে গিয়ে সেখানে তারা রুই মাছের মাথা খায়। কিন্তু ত্রাণ তারা সেভাবে দিতে পারে নাই। সারা দেশে টেলিভিশনে ও বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি, হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়েছে, হাজার হাজার একর জমি তলিয়ে গেছে, সেসব এলাকায় কোনো নৌকা-সাম্পান দিয়েও রিলিফ দেয়া আওয়ামী লীগের পক্ষে সম্ভব হয় নাই।
খাদ্যমজুদ ভাণ্ডার সম্পর্কে সাবেক খাদ্যমন্ত্রী বলেন, মজুদ থাকার কথা ১০ লাখ মেট্রিকটন। সেখানে বলা হচ্ছে, ২ লাখ ১০ হাজার মেট্রিকটন খাদ্যশস্য মজুদ আছে। তাহলে একটা অশনি সংকেত লক্ষ্য করছি। তিনি বলেন, সরকার নিজেরাই বলছে ১৫ লাখ মেট্রিকটন খাদ্য আমদানি করা হবে,সমস্যা থাকবে না। এজন্য অনেক সময়ের প্রয়োজনও হয়। এটা খুব সহজ নয়।
নোমান আরও বলেন, সরকারকে বলব-অবিলম্বে রাজনৈতিক বক্তব্য, গলা ফাটিয়ে কথা বলা- এসব বাদ দিয়ে দেশের বানভাসির সহায়তায় কার্যকর উদ্যোগ নিন, বানভাসি মানুষ অনাহার-অর্ধাহারে আছে সেই জায়গা থেকে তাদেরকে রক্ষা করুন। এর আগে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে কেন্দ্রীয় ত্রাণ কমিটির বৈঠক হয়।
সেখানে দেশের বন্যাকবলিত মানুষের কষ্ট লাঘবে সাহায্য সহযোগিতায় একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে জানানো হয় সবাইকে। একাউন্ট নং-বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন কমিটি, চলতি হিসাব নং-২১৯১১, পূবালী ব্যাংক, নয়াপল্টন শাখা, ঢাকা-১০০০।
উল্লিখিত অ্যাকাউন্টে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ আগ্রহী সবাই অর্থ সহায়তা দিতে পারবেন বলে ওই বৈঠকে জানান দলটির মহাসচিব ও কেন্দ্রীয় ত্রাণ কমিটির আহ্বায়ক মির্জা ফখরুল ইসলাম।
আকাশ নিউজ ডেস্ক 




















