আকাশ স্পোর্টস ডেস্ক:
ক্যারিয়ারের সেরা ছন্দে রয়েছেন ইমরুল কায়েস। ইনজুরিতে আক্রান্ত তামিম ইকবালের অবর্তমানে অসাধারণ খেলে যাচ্ছেন কায়েস। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের তিন ম্যাচে দুই সেঞ্চুরিসহ ৩৪৯ রান করে তামিম ইকবালকে ছাড়িয়ে গেছেন কায়েস। এর আগে ২১০৪ সালে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান (৩১২) করেছেন তামিম ইকবাল।
২০১৮ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া কায়েস ধারাবাহিকতার অভাবে দলে আসা-যাওয়ার মধ্যে ছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে অসাধারণ খেলা এই ওপেনার মঙ্গলবার সিলেটে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
ফর্মের তুঙ্গে থাকা কায়েস নিজের বলেন, ‘আগেও আমি শক্তিশালী দলের বিপক্ষে রান করেছি। কিন্তু দেখা গেছে ৫০-৬০-৭০ রান করে থেমে গেছি। ইনিংসটা হয়তো বড় করতে পারিনি। বড় করতে পারলে বলতে পারতেন আপনি অনেক পরিণত ব্যাটসম্যান, ধারাবাহিক।’
জাতীয় দলের এই ওপেনার আরও বলেন, ‘২০১০ সালে প্রায় এক হাজারের কাছাকাছি রান করেছি। তখন আমার সেঞ্চুরি কম ছিল। এখন সেঞ্চুরি করেছি বলে সবার চোখে পড়েছে। আগেও রান করেছি কিন্তু বড় করতে পারিনি। এখন চেষ্টা করি থিতু হয়ে গেল ইনিংসটা বড় করতে। দলের চাহিদা অনুযায়ী খেলতেও চেষ্টা করি।’
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচে ১৪৪, ৯০ ও ১১৫ রান করার পর দেশজুড়ে ইমরুল কায়েসের প্রশংসা হচ্ছে। এ প্রসঙ্গে কায়েস বলেন,‘কেউ যদি প্রশংসা করে স্বাভাবিকভাবেই ভালো লাগে। তবে এর উল্টো দিকটাও ভাবতে হচ্ছে। আমি ওভাবেই চিন্তা করছি। আজ ভালো খেলছি বলে অনেক প্রশংসা করছেন, কাল আবার খারাপ করলে সবকিছু ভুলে যাবেন। সবকিছুই চিন্তা করতে হয়। দিনশেষে নিজের খেলায় মনোযোগ দেয়াটাই ভালো।’
আকাশ নিউজ ডেস্ক 






















