অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জিয়াউর রহমানের শাসনামল অবৈধ হলে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগও অবৈধ। এছাড়া বিচার বিভাগের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চায় সরকার। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধ নিবেদন শেষে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের শাসনামলে বাকশাল থেকে বেরিয়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিবন্ধন করেছিল। তাই জিয়াউর রহমানের আমলের বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা অবৈধ হতে পারে না। তিনি আরো বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নিরপেক্ষ নন। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকার দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। সুপ্রিমকোর্টের রায় নিয়ে এর আগে এমন পরিস্থিতি কখনো সৃষ্টি হয়নি।
নির্বচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা আবারো নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি জানাচ্ছি।
আকাশ নিউজ ডেস্ক 




















