ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি ঢাকায় ফ্ল্যাট পাচ্ছে ওসমান হাদির পরিবার ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী নির্বাচনের আগেই লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে হবে: প্রধান উপদেষ্টা ‘না’ ভোট দেওয়া মানেই স্বৈরাচারের পক্ষে দাঁড়ানো: শারমীন মুরশিদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা বস্তিবাসীদের জন্য উন্নত শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা হবে: তারেক রহমান

নানার নারকো ও লাই ডিটেকর টেস্টের দাবি তনুশ্রীর

আকাশ বিনোদন ডেস্ক:

যৌন হেনস্থার ঘটনায় সুবিচারের জন্য নানা পাটেকরসহ অন্য অভিযুক্তদের লাই ডিটেকটর টেস্ট, নারকো ও ব্রেইন ম্যাপিংয়ের দাবি করলেন তনুশ্রী দত্ত।

ওসিয়ারা পুলিশের কাছে আইনজীবী নিতিন সতপুতের মাধ্যমে এই মর্মে আবেদন করেন এ অভিনেত্রী।

তনুশ্রীর আইনজীবী সতপুতে শনিবার জানিয়েছেন, নানা পাটেকর, গণেশ আচার্য, সিদ্দিকি ও সারাঙসহ মিথ্যা সাক্ষীদের গ্রেফতারি চাচ্ছেন তনুশ্রী।

তনুশ্রী দত্ত আবেদনে উল্লেখ করেছেন, অভিযুক্তরা উচ্চবিত্ত ও প্রভাবশালী, তাদের রাজনৈতিক যোগও রয়েছে। ফলে সাক্ষীদের উপরে চাপ সৃষ্টি অথবা ভয় দেখাতে পারেন তারা।

সতপুতের দাবি, ২০০৮ সালের ঘটনার অনেকেই সাক্ষী। তবে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় ভয়ে সামনে আসতে পারছেন না তারা। অভিযুক্তদের গ্রেফতারির পরই তারা জবানবন্দি দিতে ভরসা পাবেন। প্রসঙ্গত, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে শ্যুটিং চলাকালীন তাকে নানা পাটেকর যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ করেছেন তনুশ্রী দত্ত। তার অভিযোগের ভিত্তিতে নানা পাটেকর, নৃত্য নির্দেশক গণেশ আচার্য, প্রযোজক সামি সিদ্দিকি ও পরিচালক রাকেশ সারাঙের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা (জোর করে মহিলার সম্মানহানি) ও ৩৫৯ ধারায় (শব্দ, অঙ্গিভঙ্গি বা ইঙ্গিতের মাধ্যমে মহিলার সম্মানহানি) মামলা দায়ের করেছে ওসিয়ারা পুলিশ।

তনুশ্রীর অভিযোগ উড়িয়ে দিয়ে নানা পাটেকর গত শনিবার বলেন, তিনি দাবি করেছিলেন, ”ঘটনাটি ১০ বছর আগের। তখনই এ ব্যাপারে বলেছিলাম। এতবছরে মিথ্যা তো আর বদলাবে না”।

নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে মহারাষ্ট্রের মহিলা কমিশন ও কর্মস্থলে মহিলাদের যৌন হয়রানি সংক্রান্ত বিভাগের ডেপুটি জেলাপ্রশাসকের দ্বারস্থ হয়েছেন তনুশ্রী দত্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানার নারকো ও লাই ডিটেকর টেস্টের দাবি তনুশ্রীর

আপডেট সময় ০১:১৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

যৌন হেনস্থার ঘটনায় সুবিচারের জন্য নানা পাটেকরসহ অন্য অভিযুক্তদের লাই ডিটেকটর টেস্ট, নারকো ও ব্রেইন ম্যাপিংয়ের দাবি করলেন তনুশ্রী দত্ত।

ওসিয়ারা পুলিশের কাছে আইনজীবী নিতিন সতপুতের মাধ্যমে এই মর্মে আবেদন করেন এ অভিনেত্রী।

তনুশ্রীর আইনজীবী সতপুতে শনিবার জানিয়েছেন, নানা পাটেকর, গণেশ আচার্য, সিদ্দিকি ও সারাঙসহ মিথ্যা সাক্ষীদের গ্রেফতারি চাচ্ছেন তনুশ্রী।

তনুশ্রী দত্ত আবেদনে উল্লেখ করেছেন, অভিযুক্তরা উচ্চবিত্ত ও প্রভাবশালী, তাদের রাজনৈতিক যোগও রয়েছে। ফলে সাক্ষীদের উপরে চাপ সৃষ্টি অথবা ভয় দেখাতে পারেন তারা।

সতপুতের দাবি, ২০০৮ সালের ঘটনার অনেকেই সাক্ষী। তবে অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় ভয়ে সামনে আসতে পারছেন না তারা। অভিযুক্তদের গ্রেফতারির পরই তারা জবানবন্দি দিতে ভরসা পাবেন। প্রসঙ্গত, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির সেটে শ্যুটিং চলাকালীন তাকে নানা পাটেকর যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ করেছেন তনুশ্রী দত্ত। তার অভিযোগের ভিত্তিতে নানা পাটেকর, নৃত্য নির্দেশক গণেশ আচার্য, প্রযোজক সামি সিদ্দিকি ও পরিচালক রাকেশ সারাঙের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা (জোর করে মহিলার সম্মানহানি) ও ৩৫৯ ধারায় (শব্দ, অঙ্গিভঙ্গি বা ইঙ্গিতের মাধ্যমে মহিলার সম্মানহানি) মামলা দায়ের করেছে ওসিয়ারা পুলিশ।

তনুশ্রীর অভিযোগ উড়িয়ে দিয়ে নানা পাটেকর গত শনিবার বলেন, তিনি দাবি করেছিলেন, ”ঘটনাটি ১০ বছর আগের। তখনই এ ব্যাপারে বলেছিলাম। এতবছরে মিথ্যা তো আর বদলাবে না”।

নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে মহারাষ্ট্রের মহিলা কমিশন ও কর্মস্থলে মহিলাদের যৌন হয়রানি সংক্রান্ত বিভাগের ডেপুটি জেলাপ্রশাসকের দ্বারস্থ হয়েছেন তনুশ্রী দত্ত।