ঢাকা ০৬:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানী হাসপাতাল ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার ভুয়া জরিপ ও মিথ্যা প্রচারণা দিয়ে রাজনৈতিক ইতিহাস বদলানো যাবে না : দুদু গণ-অভ্যুত্থানের নিষ্ঠুরতম খুনিদের বিচার নিশ্চিত করা হবে : তাজুল ইসলাম এক্সপেকটেশন যদি ১০ থাকে, অন্তত চার তো অর্জন করতে পেরেছি : আসিফ নজরুল দাবি আদায় না হলে সারারাত ইসি অবরুদ্ধ রাখবে ছাত্রদল নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব নতুন করে সুরক্ষিত হয়েছে চব্বিশে: তারেক রহমান গুলশানে একটি ভাড়া বাসা থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বড় দুঃসংবাদ ৩ ইস্যুতে নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি ছাত্রদলের

অদ্ভূত আবিষ্কার, এমন জুতা যা পায়ে থাকলে দেখা যাবে না! দামও কম!

অাকাশ নিউজ ডেস্ক: 

মনে করুন, একদিন রাস্তায় বেরিয়ে দেখলেন, আপনি ছাড়া আর সকলে খালি পায়ে পথ চলছে। কেবলমাত্র আপনার পায়েই জুতা। দৃশ্যটা কল্পনা করেই নিশ্চয়ই অদ্ভুত লাগছে। ভাবছেন, এ আবার কী! কিন্তু অবাক লাগলেও এমন ঘটনা ঘটতেই পারে। আর যদি ঘটে, তার নেপথ্যে থাকবে ‘নেকফিট’ নামের এক সংস্থা। খবর এবেলার।

হ্যাঁ, সম্প্রতি অবাক করা এক ধরনের জুতা বাজারে এনে তাক লাগিয়ে দিয়েছে নেকফিট। এমন জুতা, যা পরলেও দেখা যাবে না। মনে হবে খালি পায়ে হাঁটছেন। আরও মজার ব্যাপার হল, এটা পরে চলার সময়ে উত্তপ্ত বালিই হোক কিংবা ধুলোময় রাস্তা— কোনও কিছুই পায়ের নীচে অনুভূত হবে না। কারণ বিশেষ পদ্ধতিতে এই জুতো বানিয়েছে ‘নেকফিট’। জুতোটির নাম দেওয়া হয়েছে ‘স্টিক অন সোলস’।

ছবিতে দেখেই বুঝতে পারছেন জুতাটির গঠন কেমন। দেখতে একেবারে জুতার সোলের মতো। কালো, গোলাপী, নীল যেমনটাই চাই, মনপছন্দ রঙও পেয়ে যাবেন। জানা গিয়েছে, এই সোলগুলি নষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই। ওয়াটারপ্রুফ হওয়ার পাশাপাশি এগুলো কাটপ্রুফও।

এবার আসা যাক, দামের কথায়। বিদেশের মাটিতে জুতাটির দাম পড়ছে ২৬ ইউরো। তবে এদেশেও হয়তও এই জুতা আপনি পাবেন। অ্যামাজন-এ ৩০০ টাকা থেকে শুরু হচ্ছে ‘স্টিক অন সোলস’-এর দাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ বছর পর চাঁদের উদ্দেশে মানুষ পাঠানোর প্রস্তুতি শুরু

অদ্ভূত আবিষ্কার, এমন জুতা যা পায়ে থাকলে দেখা যাবে না! দামও কম!

আপডেট সময় ০৫:৩৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক: 

মনে করুন, একদিন রাস্তায় বেরিয়ে দেখলেন, আপনি ছাড়া আর সকলে খালি পায়ে পথ চলছে। কেবলমাত্র আপনার পায়েই জুতা। দৃশ্যটা কল্পনা করেই নিশ্চয়ই অদ্ভুত লাগছে। ভাবছেন, এ আবার কী! কিন্তু অবাক লাগলেও এমন ঘটনা ঘটতেই পারে। আর যদি ঘটে, তার নেপথ্যে থাকবে ‘নেকফিট’ নামের এক সংস্থা। খবর এবেলার।

হ্যাঁ, সম্প্রতি অবাক করা এক ধরনের জুতা বাজারে এনে তাক লাগিয়ে দিয়েছে নেকফিট। এমন জুতা, যা পরলেও দেখা যাবে না। মনে হবে খালি পায়ে হাঁটছেন। আরও মজার ব্যাপার হল, এটা পরে চলার সময়ে উত্তপ্ত বালিই হোক কিংবা ধুলোময় রাস্তা— কোনও কিছুই পায়ের নীচে অনুভূত হবে না। কারণ বিশেষ পদ্ধতিতে এই জুতো বানিয়েছে ‘নেকফিট’। জুতোটির নাম দেওয়া হয়েছে ‘স্টিক অন সোলস’।

ছবিতে দেখেই বুঝতে পারছেন জুতাটির গঠন কেমন। দেখতে একেবারে জুতার সোলের মতো। কালো, গোলাপী, নীল যেমনটাই চাই, মনপছন্দ রঙও পেয়ে যাবেন। জানা গিয়েছে, এই সোলগুলি নষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই। ওয়াটারপ্রুফ হওয়ার পাশাপাশি এগুলো কাটপ্রুফও।

এবার আসা যাক, দামের কথায়। বিদেশের মাটিতে জুতাটির দাম পড়ছে ২৬ ইউরো। তবে এদেশেও হয়তও এই জুতা আপনি পাবেন। অ্যামাজন-এ ৩০০ টাকা থেকে শুরু হচ্ছে ‘স্টিক অন সোলস’-এর দাম।