অাকাশ জাতীয় ডেস্ক:
সিরাজগঞ্জে ট্রাকের কেবিন থেকে চালক ও হেলপারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের মুলিবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা ভুট্টাবোঝাই ট্রাকের কেবিন থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত আল-আমিন (৪০) রংপুর ও সোহেল (৩৫) লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফোরকান সিকদার জানান, লালমনিরহাট জেলার পাটগ্রাম থেকে নরসিংদীগামী একটি ভুট্টাবোঝাই ট্রাক (যার নম্বর রংপুর ট-১১০৪০৮) মুলিবাড়ী মোড়ে এসে রোববার দুপুর থেকে দাঁড়িয়ে ছিল।
সোমবার দুপুর ১২টার দিকে ট্রাক থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ট্রাকের কেবিন থেকে লাশ দুটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে অনুসন্ধান করে ও ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে মামলার হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























