অাকাশ আইসিটি ডেস্ক:
বাংলাদেশের বাজারে বুধবার অপোর সকল অফলাইন স্টোর গুলোতে পাওয়া যাচ্ছে অপো এফ ৩ দিপিকা পাডুকোন লিমিটেড এডিশন। রোজ-গোল্ড রঙের এই ফোনটি গ্রাহকরা পাচ্ছেন ২৬,৫০০ টাকায়।
দিপিকা পাডুকোনের স্বাক্ষর সম্বলিত এই ফোনটির পিছনে একটি স্পেশাল লোগো থাকছে যেখানে ইংরেজি অক্ষর ডি এর ভেতর ইংরেজি অক্ষর পি থাকছে যা দিপিকা পাডুকোন এর নামের সংক্ষিপ্ত রুপ।
এছাড়া এই ফোনটির বাংলাদেশে মোড়ক উন্মোচন উপলক্ষে অপ বাংলাদেশ ফেইসবুক পেজে একটি অনলাইন প্রতিযোগিতার আয়োজন করেছে যাতে যে কেউ অংশগ্রহণ করে পেতে পারেন আকর্ষণীয় উপহার।
আকাশ নিউজ ডেস্ক 

























