অাকাশ জাতীয় ডেস্ক:
লাখো ভক্তের ঢল নামছে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে। আল্লাহু ধ্বণীতে কম্পিত হচ্ছে পুরো মাইজভান্ডার এলাকা। মাইজভান্ডার দরবার শরীফের বিশাল এলাকা লোকে লোকারণ্য হয়ে উঠেছে। চারিদিকে জিকির মিলাত ছেমা মাহফিল চলছে। উপমহাদেশের প্রখ্যাত অলি গাউসুল আজম হযরত সৈয়দ গোলামুর রহমান আল-হাছানী মাইজভান্ডারীর (ক.) (প্রকাশ বাবা ভান্ডারী)র দৌহিত্র গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জানশীন শাহসুফী আলহাজ্ব মাওলানা মুজিবুল বশর আল হাছানী আল মাইজভান্ডারী (ম.জি.আ.) খোশরোজ শরীফ উপলক্ষে মাইজভান্ডার দরবার শরীফে দুইদিন ব্যাপি ওরশ শরীফ চলছে। আজ বুধবার মূল দিবস। গতকাল মঙ্গলবার থেকে শূরু হওয়া ওরশ আজ বুধবার ভোর রাতে আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে।
দরবারের বিশাল এলাকা জুড়ে ভক্তদের থাকা খাওয়া ব্যবস্থা হয়ে থাকে। এ উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে বক্তারা বলেন, ‘আউলিয়া কেরামের অনুপ্রাণিত পথ অনুসরণের মাধ্যমের বিশ্বে ইসলামের মুক্তি ও শান্তি ফিরে আসতে পারে। দরবার শরীফের চর্তুদিকে দশ কি.মি সড়কের দ’ুধারে কয়েক হাজার গাড়ির জমায়েত হয়েছে। দেশের প্রত্যেক এলাকা থেকে ভক্তরা দরবারে এসেছেন। নারি-পুরুষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভক্ত অনুরক্তদের মহামিলন মেলায় পরিণত হয়েছে মাইজভান্ডার এলাকা।
এছাড়াও ভারতের পাটনা , কুজবিহার, কলকাতা, গুঁজেরাটি, বীরভুম , আগরতলা , ত্রিপুড়া অঞ্চল এবং বার্মা হতে ভাক্তরা মাইজভান্ডার দরবার শরীফে এসেছেন।
এ উপলক্ষে অন্যান্য কর্মসূচীর মধ্যে বাবা ভান্ডারীর ও শফী বাবার রওযা শরীফে গোসল, গিলাফ ছড়ানো, রাতে মিলাদ মাহফিল , খতমে কোরান , খতমে গাউছিয়া, জিকির ছেমা মাহফিল মরমী গানের আসর ছাড়াও আরো বিভিন্ন অনুষ্টানাদি উদযাপিত হবে। ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গাড়িযোগে ভক্ত অনুরক্তরা দরবার আসছেন। সারারাত ব্যাপি বিভিন্ন অনুষ্টানাদি ছাড়াও গভীর রাতে মাইজভান্ডারের বিশেষ আকর্ষণ কওয়ালী, মাইজভান্ডারী মরমী সঙ্গীত, মিলাদ মাহফিল জিকির আজগার ও বিভিন্ন বাদ্যবাজনার শব্দে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো মাইজভান্ডার এলাকা।
মোহাম্মদ মনজুর হোসেন, ফফটিকছড়ি,চট্টগ্রাম
আকাশ নিউজ ডেস্ক 
























