অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ শোক পালনের নামে উৎসব করছে। বন্যা মোকাবেলায় সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই। বুধবার বেলা সাড়ে ১২ টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে এ অভিযোগ করেন তিনি।
এছাড়া প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ক্ষমতাসীনরা পদত্যাগে বাধ্য করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী আরও বলেন, বন্যায় উত্তরাঞ্চলে মানুষ খাবার পাচ্ছে না, থাকার জায়গায় পাচ্ছে না। তারা এখন পানিতে ভাসছে।
আকাশ নিউজ ডেস্ক 




















