অাকাশ জাতীয় ডেস্ক:
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতের প্রতি দুই আসামির অনাস্থা প্রকাশের বিষয়ে আগামীকাল বুধবার আদেশ দেবেন আদালত। একই সঙ্গে রাষ্ট্রপক্ষ থেকে রায়ের জন্য দিন ধার্য করার আবেদনের বিষয়েও আদেশ দেয়া হবে।
মঙ্গলবার আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত পঞ্চম বিশেষ আদালতের বিচারপতি আখতারুজ্জামান এ আদেশ দেন।
এ মামলায় খালেদা জিয়ার জামিন বহাল থাকবে বলেও আদালত জানান। এর পর আদালত ৩০ মিনিটের জন্য মুলতবি করেন। দুপুর পৌনে ১টার দিকে পুনরায় আদালতের কার্যক্রম শুরু হয়।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেছেন দুই আসামি। তারা হলেন- জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান।
আবেদনে বিচারক পরিবর্তনের পাশাপাশি আগামী ২০ কার্যদিবস আদালতের কার্যক্রম মুলতবিও চাওয়া হয়।
সোমবার পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে এ আবেদন করা হয়।
আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খানের পক্ষে তাদের আইনজীবীরা অনাস্থার এ আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন। একই সঙ্গে জামিনে থাকা জিয়াউল ইসলাম মুন্নার জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় দ্বিতীয় মামলাটিও করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ওই মামলার অন্য আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
আকাশ নিউজ ডেস্ক 





















