ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বলিউডে পা রাখছেন ক্যাটরিনার বোন ইসাবেল

আকাশ বিনোদন ডেস্ক:

‘টাইম টু ড্যান্স’ ছবিতে অভিনয় করে বলিউডে পা রাখছেন ক্যাটরিনা কাইফের বোন ইসাবেল কাইফে। দীর্ঘদিন ধরেই এ সুন্দরীর অভিষেক নিয়ে জল্পনা-কল্পনা চলছিল।

স্ট্যানলি ডি কস্তার ‘টাইম টু ড্যান্স’ ছবিতে সুরজ পাঁচোলির বিপরীতে অভিনয় করছেন ইসাবেল। এ ছবির শুটিং শুরু হয়েছে গত মাসে।

এর আগেও বেশ কয়েকবার ইসাবেলের নাম শোনা গিয়েছিল। এমনো গুঞ্জন আছে, বলিউডে অভিষেকের জন্য সুপারস্টার সালমান খানকে অনুরোধও করেছিলেন ইসাবেলের বোন ক্যাটরিনা।

একসময় চুটিয়ে প্রেম করেছেন সালমান-ক্যাট। যদিও বিচ্ছেদ হয়েছে তাদের, এখনো সুসম্পর্ক রেখে চলেছেন দুজন। জুটি বাঁধছেন রুপালি পর্দায়।

একটি সূত্র থেকে শোনা গেছে, যুক্তরাজ্যের কেন্টের ডোভারে বেশ কয়েক দিন ধরে শুটিং হয়েছে।

সূত্রটি আরও বলেছে, সুরমা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ সুরকার তানিশক বাগচির সহযোগী হিসেবে আছেন। এর আগে খবর বেরিয়েছিল, সালমান খানের ‘পেয়ার কিয়া তো ডরনা কিয়া’ ছবির ‘ও ওহ জানে জানা’ গানটি রিমেক করবেন এ নির্মাতা।

‘টাইম টু ড্যান্স’ ছবিতে ইসাবেল কাইফকে বলরুম ড্যান্সার হিসেবে দেখা যাবে। অন্যদিকে পাঁচোলিকে দেখা যাবে স্ট্রিট ড্যান্সার হিসেবে।

এ ছবিতে নাচের বিভিন্ন আঙ্গিক দেখানো হবে, যেমন ওয়ালটজ, ট্যাঙ্গো, ভিয়েনসে ওয়ালটজ, ফক্সট্রোট, কুইকস্টেপ, চা চা, সাম্বা, রাম্বা, পাসো ডোবল ও জাইভ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বলিউডে পা রাখছেন ক্যাটরিনার বোন ইসাবেল

আপডেট সময় ১০:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮

আকাশ বিনোদন ডেস্ক:

‘টাইম টু ড্যান্স’ ছবিতে অভিনয় করে বলিউডে পা রাখছেন ক্যাটরিনা কাইফের বোন ইসাবেল কাইফে। দীর্ঘদিন ধরেই এ সুন্দরীর অভিষেক নিয়ে জল্পনা-কল্পনা চলছিল।

স্ট্যানলি ডি কস্তার ‘টাইম টু ড্যান্স’ ছবিতে সুরজ পাঁচোলির বিপরীতে অভিনয় করছেন ইসাবেল। এ ছবির শুটিং শুরু হয়েছে গত মাসে।

এর আগেও বেশ কয়েকবার ইসাবেলের নাম শোনা গিয়েছিল। এমনো গুঞ্জন আছে, বলিউডে অভিষেকের জন্য সুপারস্টার সালমান খানকে অনুরোধও করেছিলেন ইসাবেলের বোন ক্যাটরিনা।

একসময় চুটিয়ে প্রেম করেছেন সালমান-ক্যাট। যদিও বিচ্ছেদ হয়েছে তাদের, এখনো সুসম্পর্ক রেখে চলেছেন দুজন। জুটি বাঁধছেন রুপালি পর্দায়।

একটি সূত্র থেকে শোনা গেছে, যুক্তরাজ্যের কেন্টের ডোভারে বেশ কয়েক দিন ধরে শুটিং হয়েছে।

সূত্রটি আরও বলেছে, সুরমা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ সুরকার তানিশক বাগচির সহযোগী হিসেবে আছেন। এর আগে খবর বেরিয়েছিল, সালমান খানের ‘পেয়ার কিয়া তো ডরনা কিয়া’ ছবির ‘ও ওহ জানে জানা’ গানটি রিমেক করবেন এ নির্মাতা।

‘টাইম টু ড্যান্স’ ছবিতে ইসাবেল কাইফকে বলরুম ড্যান্সার হিসেবে দেখা যাবে। অন্যদিকে পাঁচোলিকে দেখা যাবে স্ট্রিট ড্যান্সার হিসেবে।

এ ছবিতে নাচের বিভিন্ন আঙ্গিক দেখানো হবে, যেমন ওয়ালটজ, ট্যাঙ্গো, ভিয়েনসে ওয়ালটজ, ফক্সট্রোট, কুইকস্টেপ, চা চা, সাম্বা, রাম্বা, পাসো ডোবল ও জাইভ।