অাকাশ জাতীয় ডেস্ক:
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিএনপির মহাসচিব দেশে ফেরেন।
নিউইয়র্কে জাতিসংঘের সহকারি সেক্রেটারি জেনারেলের সঙ্গে বৈঠক শেষে লন্ডন যান মির্জা ফখরুল। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফেরেন মির্জা ফখরুল।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে গত ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যান মির্জা ফখরুল। এরপর সেখান থেকে শনিবার (১৫ সেপ্টেম্বর) লন্ডন হয়ে দেশে ফেরেন।
আকাশ নিউজ ডেস্ক 






















