অাকাশ জাতীয় ডেস্ক:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। হৃতদরিদ্র মানুষের চাহিদা মোতাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গরীবের হক গরীবের দ্বারে পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে।
বৃহস্পতিবার দুপুরে নিজের নির্বাচনি এলাকা রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদে ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের মাঝে ঘর বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাঘা-চারঘাটের কোনো মানুষ বলতে পারবে না যে তার বাড়িতে বিদ্যুতের আলো পৌঁছেনি। গ্রামের কোনো মানুষ বলেনি যে, আমার জমি আছে, ঘর নেই। জমি থাকলে ঘর করে দেয়ার এ উদ্যোগ প্রধানমন্ত্রী নিজের চিন্তাÑভাবনা থেকে গ্রহণ করেছেন।
এ প্রকল্পের আওতায় বাঘা উপজেলায় ৪০৮টি বাড়ি নির্মাণ করার কাজ সরকার হাতে নিয়েছে। প্রতিটি বাড়িতে এক লাখ টাকা হিসেবে মোট চার কোটি আট লাখ টাকা ব্যয় করা হবে। দুই মাসের মধ্যে বাড়িগুলো নির্মাণ হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আকাশ নিউজ ডেস্ক 






















