অাকাশ জাতীয় ডেস্ক:
বিদ্যুৎ উৎপাদনে সরকারের সফলতা উদযাপনে আলোয় আলোয় রাঙিয়ে তোলা হয়েছে রাজধানীকে। শুক্রবার হাতিরঝিল, সদরঘাট ও বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে এ আয়োজন করা হয়।
হাতিরঝিলের বাহারি পানির ফোয়ারায় বর্ণিল হয়ে ওঠে রঙের ছটা। সদরঘাটের আলোর খেলায় মেতে ওঠে বয়সের ভারে ক্লান্ত বুড়িগঙ্গা। একই সঙ্গে আধুনিক সাজে সজ্জিত বসুন্ধরা কনভেনশন হলেও জমে ওঠে ঝিকিমিকি আলোর মেলা।
সন্ধ্যা ঠিক ৭টা ২০ মিনিটে আলোর ঝলকানিতে উজ্জ্বল হয়ে ওঠে হাতিরঝিল। ১৯৭১ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিদ্যুতের অবস্থা তুলে ধরা হয় লেজার শো’র মাধ্যমে। এরপর শুরু হওয়া বর্ণিল আতশবাজিতে ঝিকমিক করে ওঠে রাতের আকাশ। একই সঙ্গে সবুজ লেজার রশ্মির বর্ণিল ছটা। টানা ২০ মিনিটের চোখ ধাঁধানো আলোক উৎসবের পর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নেমে আসে পরিতৃপ্তির মৌনতা।
দেশে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ছাড়িয়েছে ২০ হাজার মেগাওয়াট। এ অর্জনকে স্মরণীয় করে রাখতেই আয়োজন করা হয় এ আলোক উৎসব। এ সময় দেশাত্মবোধক গান ও সরকারের উন্নয়নের তথ্য পরিবেশন করা হয় ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে।
আকাশ নিউজ ডেস্ক 

























