অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের প্রধান অঞ্চল ইদলিব প্রদেশে বিস্ফোরণের পর একটি ভবন ধসে ১২ শিশুসহ কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।
সারমাদা শহরে অবস্থিত ভবনটিতে অস্ত্র চোরাকারবারিদের সামরিক অস্ত্রের ভাণ্ডার মজুদ ছিল বলে বলা হচ্ছে। পর্যবেক্ষক গোষ্ঠী ও সংবাদদাতারা বলছেন, এখনো কয়েক ডজন বাসিন্দা নিখোঁজ রয়েছেন।
বিদ্রোহী অধ্যুষিত সর্বশেষ বৃহৎ এলাকা ইদলিব প্রদেশ। সিরীয় সেনাদের পরবর্তী লক্ষ্য এই এলাকাটি বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়া জুড়ে বিদ্রোহী ও জিহাদি গোষ্ঠীগুলির নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোকে দখলে ব্যাপক অগ্রসর হয়েছে দেশটির সেনাবাহিনী।
এএফপির এক সংবাদদাতা জানান, রবিবার সারমাদার উদ্ধারকারীরা বুলডোজার দিয়ে ধ্বংস স্তূপ সরিয়ে আটকা পড়া লোকদের উদ্ধার করেছে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এখনো কয়েক ডজন বাসিন্দা নিখোঁজ রয়েছেন।
কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আকাশ নিউজ ডেস্ক 






















