অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর নয়াপল্টনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত রফিকুল ইসলাম (৪০) ওই ভবনে নির্মাণশ্রমিকের কাজ করতেন।
শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া। রফিকুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
রফিকুলের ছোট ভাই আবদুল জব্বার জানান, সকালে রফিকুল ক্রেনের মাধ্যমে বাকেট দিয়ে নিচ থেকে ছাদে ইট-বালু তুলছিলেন। এ সময় বাকেট ছাদে তোলার পর হাত দিয়ে টেনে নামানোর সময় ভার সামলাতে না পেরে বাকেটসহ তিনি নিচে পড়ে যান। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আকাশ নিউজ ডেস্ক 

























