অাকাশ জাতীয় ডেস্ক:
টানা ১০টি বাজেট দেয়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আরও বাজেট দিন, এটা চান বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আর নির্বাচন করতে চান না কেন প্রশ্ন করে জাতীয় পার্টির নেতা বলেন, তিনি মুহিতকে ছাড়বেন না। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য রাখতে গিয়ে বুধবার রাতে এই কথা বলেন জাতীয় পার্টির নেতা।
২০০৮ সালের জাতীয় নির্বাচনের পর ক্ষমতায় এসে ২০০৯ সাল থেকে টানা ১০টি বাজেট দিয়েছেন মুহিত। ৮০ ঊর্ধ্ব অর্থমন্ত্রী ক্লান্ত জানিয়ে একাধিকবার রাজনীতি থেকে অবসরে যাওয়ার কথা জানিয়েছেন। বলেছেন, আর জাতীয় নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা নাই তার। তবে শেখ হাসিনার ইচ্ছাই সব জানিয়ে তিনি এও বলেছেন যে, প্রধানমন্ত্রী যেটা চাইবেন, সেটাই করবেন তিনি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে যাদের নির্বাচন করার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে তাদের মধ্যে মুহিতের নামও আছে আলোচনায়।
সংসদে রওশন বলেন, ‘ওনি (মুহিত) আর ইলেকশন করবেন না, এটা কেন তিনি বলেছেন?’ এমন বক্তব্যে সংসদে সবাই জানা বোঝার চেষ্টা করেন জাতীয় পার্টির নেতা কী বলতে চাইছেন। পরক্ষণেই রওশন বলেন, ‘আমরা এ রকম গুণিজ্ঞানী ব্যক্তি পাব কোথায়? আপনাকে তা আমরা ছাড়ব না।’
‘যে দেশে তলাবিহীন ঝুঁড়ি ছিল, সে দেশে বাজেট প্রণয়ন করা কষ্টসাধ্য, ওনি ১০টি বাজেট দিয়েছেন এটি কম কথা নাকি? ওনি জ্ঞানী ব্যক্তি বলে এটা সম্ভব হয়েছে। ওনাকে আমরা ছাড়ব না।’
‘তিনি দমে থাকেননি, দেশকে কীভাবে এগিয়ে নেয়া যায়, সে জন্য কাজ করছেন তিনি।’ ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী যে দূরন্ত সাহস দেখিয়েছেন, বড় বড় বাজেট তিনি তৈরি করেছেন। স্বপ্ন দেখাচ্ছেন।’
‘সমৃদ্ধশালী দেশ গড়ার স্বপ্ন এবং উচ্চ প্রবৃদ্ধির দেশ-এর সবই সম্ভব করছেন তিনি। এ জন্য আমি তাকে ধন্যবাদ জানাই’- অর্থমন্ত্রীর প্রশংসায় মাতেন বিরোধীদলীয় নেতা।
আকাশ নিউজ ডেস্ক 



















