ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন: মেজর হাফিজ কোনও ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না : ইলিয়াসপত্নী লুনা অবশেষে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম, স্ত্রী-সন্তানের কবর জিয়ারত ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব: চরমোনাই পীর পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি প্রয়োজন: প্রধান উপদেষ্টা শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত : রাশেদ খাঁন ফান্ড তৈরি করে বেকার শিক্ষার্থীদের জন্য পুঁজির ব্যবস্থা করব: তাসনিম জারা উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত হবে: প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্তমানে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ১৮ হাজার ৩৫৩ মেগাওয়াটে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সবার জন্য বিদ্যুৎসুবিধা নিশ্চিত করতে তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। এর আওতায় ২০২১ সালের মধ্যে বিদ্যুতের উৎপাদনক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত হবে।

আজ বুধবার জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

সরকারি দলের নূরুন্নবী চৌধুরী শওনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের জানুয়ারিতে স্থাপিত ক্ষমতার চেয়ে প্রায় চার গুণ বেশি ১৮ হাজার ৩৫৩ মেগাওয়াটে (ক্যাপটিভসহ) উন্নীত হয়েছে বিদ্যুৎ উৎপাদন। এই সময়ে (২০১৮ সালের মে পর্যন্ত) মোট ১০ হাজার ৭৩৫ মেগাওয়াট ক্ষমতার ৯৬টি নতুন বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিকভাবে চালু হয়েছে। এ ছাড়া ভারত থেকে আমদানি করা ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সঞ্চালন লাইন, মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ, সিস্টেম লসসহ বিদ্যুতের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন।

দেশে বিদ্যুৎ সুবিধা পাওয়া জনগোষ্ঠীর সংখ্যা শতকরা ৪৭ ভাগ থেকে বৃদ্ধি পেয়ে ৯০ ভাগে উন্নীত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ২২০ কিলোওয়াট ঘণ্টা থেকে বেড়ে ৪৩৩ কিলোওয়াট ঘণ্টা দাঁড়িয়েছে।

শেখ হাসিনা জানান, নতুন এক লাখ ৮৯ হাজার ৬৩১ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে বিতরণ লাইনের পরিমাণ দাঁড়িয়েছে চার লাখ ৫০ হাজার কিলোমিটার। নতুন এক কোটি ৮৫ লাখ সংযোগের মাধ্যমে বিদ্যুতের গ্রাহকসংখ্যা দুই কোটি ৯৩ লাখে উন্নীত হয়েছে।

বিদ্যুতের সামগ্রিক সিস্টেম লসের পরিমাণ শতকরা ১৬ দশমিক ৮৫ ভাগ থেকে হ্রাস পেয়ে ১২ দশমিক ১৯ ভাগে দাঁড়িয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

২০২১ সাল নাগাদ দুই কোটি দুই লাখ প্রি-পেইড মিটার স্থাপন করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে স্মার্ট গ্রিড এবং আন্ডার গ্রাউন্ড বিতরণ নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে।

বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এলএনজি টার্মিনাল, কোল টার্মিনালসহ ‘ফ্লুটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফেশন ইউনিট (এফএসআরইউ) নির্মাণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন: মেজর হাফিজ

২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত হবে: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৭:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্তমানে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ১৮ হাজার ৩৫৩ মেগাওয়াটে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সবার জন্য বিদ্যুৎসুবিধা নিশ্চিত করতে তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। এর আওতায় ২০২১ সালের মধ্যে বিদ্যুতের উৎপাদনক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত হবে।

আজ বুধবার জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

সরকারি দলের নূরুন্নবী চৌধুরী শওনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালের জানুয়ারিতে স্থাপিত ক্ষমতার চেয়ে প্রায় চার গুণ বেশি ১৮ হাজার ৩৫৩ মেগাওয়াটে (ক্যাপটিভসহ) উন্নীত হয়েছে বিদ্যুৎ উৎপাদন। এই সময়ে (২০১৮ সালের মে পর্যন্ত) মোট ১০ হাজার ৭৩৫ মেগাওয়াট ক্ষমতার ৯৬টি নতুন বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিকভাবে চালু হয়েছে। এ ছাড়া ভারত থেকে আমদানি করা ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সঞ্চালন লাইন, মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ, সিস্টেম লসসহ বিদ্যুতের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন।

দেশে বিদ্যুৎ সুবিধা পাওয়া জনগোষ্ঠীর সংখ্যা শতকরা ৪৭ ভাগ থেকে বৃদ্ধি পেয়ে ৯০ ভাগে উন্নীত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ২২০ কিলোওয়াট ঘণ্টা থেকে বেড়ে ৪৩৩ কিলোওয়াট ঘণ্টা দাঁড়িয়েছে।

শেখ হাসিনা জানান, নতুন এক লাখ ৮৯ হাজার ৬৩১ কিলোমিটার লাইন নির্মাণের মাধ্যমে বিতরণ লাইনের পরিমাণ দাঁড়িয়েছে চার লাখ ৫০ হাজার কিলোমিটার। নতুন এক কোটি ৮৫ লাখ সংযোগের মাধ্যমে বিদ্যুতের গ্রাহকসংখ্যা দুই কোটি ৯৩ লাখে উন্নীত হয়েছে।

বিদ্যুতের সামগ্রিক সিস্টেম লসের পরিমাণ শতকরা ১৬ দশমিক ৮৫ ভাগ থেকে হ্রাস পেয়ে ১২ দশমিক ১৯ ভাগে দাঁড়িয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

২০২১ সাল নাগাদ দুই কোটি দুই লাখ প্রি-পেইড মিটার স্থাপন করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে স্মার্ট গ্রিড এবং আন্ডার গ্রাউন্ড বিতরণ নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে।

বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এলএনজি টার্মিনাল, কোল টার্মিনালসহ ‘ফ্লুটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফেশন ইউনিট (এফএসআরইউ) নির্মাণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।