ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে : সালাহউদ্দিন নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমন করবেন মামুনুল হক ভুল তথ্য ছড়িয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গুজব ছড়াচ্ছে : আহসান মনসুর তারেক রহমানের সমাবেশস্থলে নেতাকর্মীদের ঢল যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ইউক্রেনে রাশিয়ার নতুন হামলায় নিহত ৩ শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী পরীক্ষা বর্জন করে আন্দোলনে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন: মেজর হাফিজ কোনও ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না : ইলিয়াসপত্নী লুনা

আমরা চাই খালেদা জিয়া কারাগার থেকে বেরিয়ে আসুক: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

খালেদা জিয়া কারাগারে থাকা আমাদের জন্য অস্বস্তিকর, তিনি কারাগার থেকে বের হয়ে আসুক জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী। একটা ঈদের দিন তিনি কারাগারে আছেন। এটা আমাদের জন্য অস্বস্তির। আমরা চাই তিনি কারাগার থেকে বের হয়ে আসুক।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে তো আমরা কারাগারে পাঠাইনি। কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি এখন মোটামুটি সুস্থ আছেন। কারাগারের ডাক্তাররা তাকে দেখছেন। খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমরা সব সময় সতর্ক আছি।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসাসেবা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমরা সতর্ক ও সজাগ আছি। তার চিকিৎসার জন্য সরকার সব ব্যবস্থা নিচ্ছে। বিএনপি নেতারা খালেদা জিয়ার চিকিৎসাসেবা নিয়ে যা বলছেন তা সঠিক না।’

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা হোক আমরা তা চাই না। কিন্তু বিএনপি নেতারা চিকিৎসাসেবা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করছে, এটা ঠিক না। একটা মানুষের চিকিৎসাসেবার জন্য যা প্রয়োজন সব করা হচ্ছে এবং হবে।

‘সিএমএইচ এ খালেদা জিয়া চিকিৎসাসেবা নেবেন না’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, তিনি সিএমএইচ ও বিএসএমএমইউতে চিকিৎসাসেবা কেন নেবেন না তা আমাদের জানা নেই। সিএমএইচ হলো সর্বোচ্চ সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতাল। বিএসএমএমইউ হল ডাক্তাদের একটি গবেষণামূলক প্রতিষ্ঠান। কেন যে তিনি সেখানে চিকিৎসা নিতে চান না তা আমার জানা নেই। একজন ডাক্তারের কাছে তো সব রোগীই সমান।

শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহা ও কাজী আ খ ম মহিউল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়াকে যারাই বাধাগ্রস্ত করবে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে : সালাহউদ্দিন

আমরা চাই খালেদা জিয়া কারাগার থেকে বেরিয়ে আসুক: নাসিম

আপডেট সময় ০৫:১৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

খালেদা জিয়া কারাগারে থাকা আমাদের জন্য অস্বস্তিকর, তিনি কারাগার থেকে বের হয়ে আসুক জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী। একটা ঈদের দিন তিনি কারাগারে আছেন। এটা আমাদের জন্য অস্বস্তির। আমরা চাই তিনি কারাগার থেকে বের হয়ে আসুক।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে তো আমরা কারাগারে পাঠাইনি। কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি এখন মোটামুটি সুস্থ আছেন। কারাগারের ডাক্তাররা তাকে দেখছেন। খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমরা সব সময় সতর্ক আছি।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসাসেবা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য আমরা সতর্ক ও সজাগ আছি। তার চিকিৎসার জন্য সরকার সব ব্যবস্থা নিচ্ছে। বিএনপি নেতারা খালেদা জিয়ার চিকিৎসাসেবা নিয়ে যা বলছেন তা সঠিক না।’

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বলেন, খালেদা জিয়ার চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা হোক আমরা তা চাই না। কিন্তু বিএনপি নেতারা চিকিৎসাসেবা নিয়ে ধূম্রজাল সৃষ্টি করছে, এটা ঠিক না। একটা মানুষের চিকিৎসাসেবার জন্য যা প্রয়োজন সব করা হচ্ছে এবং হবে।

‘সিএমএইচ এ খালেদা জিয়া চিকিৎসাসেবা নেবেন না’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, তিনি সিএমএইচ ও বিএসএমএমইউতে চিকিৎসাসেবা কেন নেবেন না তা আমাদের জানা নেই। সিএমএইচ হলো সর্বোচ্চ সুযোগ-সুবিধাসম্পন্ন হাসপাতাল। বিএসএমএমইউ হল ডাক্তাদের একটি গবেষণামূলক প্রতিষ্ঠান। কেন যে তিনি সেখানে চিকিৎসা নিতে চান না তা আমার জানা নেই। একজন ডাক্তারের কাছে তো সব রোগীই সমান।

শুভেচ্ছা বিনিময় কালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, অতিরিক্ত সচিব বাবলু কুমার সাহা ও কাজী আ খ ম মহিউল ইসলাম প্রমুখ।