আকাশ জাতীয় ডেস্ক :
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, আগামী নির্বাচনে জয়ী হতে পারলে ঢাকা-১৩ আসনের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচনী প্রচারণা শুরুর আগে এসব কথা বলেন তিনি। এসময় জুলাই সনদের আলোকে দেশ গঠনে গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান মামুনুল হক।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ঢাকা-১৩ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি আরও কঠোর ভূমিকা পালনের দাবি জানান তিনি।
উল্লেখ্য, জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আকাশ নিউজ ডেস্ক 


















