আকাশ স্পোর্টস ডেস্ক:
ব্রাজিল কিংবদন্তি রিভালদো বলেছেন, মেসি এখনই লিজেন্ড। তবে আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা ম্যারাডোনা। কারণ ম্যারাডোনা দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন। তাই আর্জেন্টাইনরা হয়তো মেসিকে ম্যারাডোনার পাশে বসাতে চান না।
তিনি বলেন, ফুটবলে বিশ্বকাপের চেয়ে বড় কিছু হয় না। তাই যতক্ষণ না মেসি বিশ্বকাপ জিতছে, ওকে দেশের মানুষ কিংবদন্তির আসনটা দেবে না। ম্যারাডোনার পাশেও বসাবে না। আমি বিশ্বাস করি, মেসি ১০০ শতাংশই দেয়। ক্লাব আর দেশ- দুই জার্সিতেই।
নিজের সময়ের গ্রেটদের সঙ্গে মেসি-রোনাল্ডোর যদি তুলনা করতে হয়? রিভালদো বলেন, ফুটবল ইতিহাসের দুই ভিন্ন যুগের ফুটবলারদের তুলনা টানা সম্ভব নয়। মেসি, রোনাল্ডোর মধ্যেও দেখি তুলনা চলে! আমাদের সময়ও হতো। এসবের কোনো মানে নেই। এভাবে তুলনা করে সেরা বাছাই করা যায় না।
আকাশ নিউজ ডেস্ক 























