আকাশ স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ যে একেবারে দুয়ারে হাজির, তা ভালোই বুঝতে পারছে রাশিয়ার পুলিশ। শনিবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের প্রস্তুতি সারছিলেন স্বাগতিক রাশিয়ার ফুটবলাররা।
জাতীয় দলের প্রস্তুতি উপভোগ করার জন্য গ্যালারিও খুলে দেয়া হয়েছিল। প্রিয় ফুটবলারদের দেখার জন্য গ্যালারির বেশির ভাগ ভরে যায়। রাশিয়ার প্রস্তুতি দেখতে এত মানুষ হাজির হবেন, তা হয়তো ভাবতেও পারেননি নিরাপত্তারক্ষীরা।
হঠাৎ করেই পুলিশি বাধা অতিক্রম করে মাঠে ঢুকে প্রিয় ফুটবলারদের সঙ্গে সেলফি তুলতে ছুটে যায় সমর্থকরা। তাদের মধ্যে দু’জনকে পুলিশ আটকাতে পারলেও একজন পৌঁছে যায় তার প্রিয় ফুটবলারের কাছে। সেলফি তোলার স্বপ্নও পূরণ হয়। রাশিয়ার তারকা স্ট্রাইকার ফিয়োদোর স্মোলভ তার ভক্তকে কাছে টেনে নিয়ে নিজেই ছবি তুলে দেন। এরপর হাসতে হাসতে মাঠ ছাড়ে সেই তরুণ।
বিশ্বকাপের উন্মাদনা যে বাড়তে শুরু করেছে, তা হয়তো তখনই বুঝে যান নিরাপত্তারক্ষীরা। তাই অনুশীলনে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। ১৪ জুন সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবেন ইগর আকিনকিভরা। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ মিসর।
গ্রুপের প্রথম দুটি ম্যাচ জিততে পারলে তৃতীয় ম্যাচে উরুগুয়ের কাছে হারলেও নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা থাকবে রাশিয়ার। এখন দেখার, সেই কাজটা করতে পারেন কিনা লেভ ইয়াসিনের দেশের ফুটবলাররা।
আকাশ নিউজ ডেস্ক 























