আকাশ স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপে ব্রাজিলের অধিনায়কত্ব ঘুরিয়ে ফিরিয়ে দেয়া হবে নেইমার, থিয়াগো সিলভাদের। রাশিয়ায় উড়াল দেয়ার আগে এ কথাই জানিয়েছেন ব্রাজিলের কোচ তিতে। সেই সূত্র মেনেই বিশ্বকাপের আগে রোববার অস্ট্রিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছেন মিরান্দা।
এর আগে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে শুরু থেকেই তিতে মাঠে নামাননি নেইমারকে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দর্শনীয় গোল করে ব্রাজিল সমর্থকদের চিন্তামুক্ত করেছেন নেইমার।
খেলোয়াড়দের ঘুরিয়ে ফিরিয়ে অধিনায়কত্ব দেয়ার ব্যাপারে ব্রাজিল কোচ বলছেন, দলের সংহতি বাড়াতে এটা জরুরি ছিল। এ ব্যাপারে আগে থেকে কোনো চিন্তাভাবনা করিনি। সাপোর্ট-স্টাফের সঙ্গে কথা বলেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলের তিন বিভাগেই নেতৃত্ব দিয়ে খেলতে বলা হয়েছে তিন জনকে। বিশ্বকাপ চলার সময় ঘুরিয়ে ফিরিয়ে অধিনায়কত্ব করতে দেয়া হবে দলের অভিজ্ঞ ও প্রধান খেলোয়াড়দের।
আর জাতীয় দলের হয়ে অস্ট্রিয়ার বিপক্ষে অধিনায়কত্ব করার সুযোগ পেয়ে মিরান্দা বলছেন, তিতের কোচিংয়ে এই নিয়ে তৃতীয়বার অধিনায়কের ‘আর্ম-ব্যান্ড’ পরে মাঠে নামব। ব্রাজিলের অধিনায়ক হিসেবে মাঠে নামার চেয়ে খুশির কিছু আর হয় না। বিশ্বকাপের বাছাইপর্বেও এ রীতি চালু হয়েছিল দলে। মনে হয় না এতে দলে কোনো সমস্যা হবে।
আকাশ নিউজ ডেস্ক 























