অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক কর্মকর্তাসহ দু’জন গুলিতে আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে জুরাইনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তার নাম রাহুল পাটোয়ারী (৩২)। তিনি ডিবির (পশ্চিম জোন) জ্যেষ্ঠ সহকারী কমিশনার। একই সঙ্গে গুলিবিদ্ধ হয়েছেন বিল্লাল (২২) নামে এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, বিল্লাল পুলিশের একজন সোর্স। উভয় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, ডিবির সদস্যরা ওই এলাকায় অভিযানে গেলে দুর্বৃত্তরা গুলি ছুড়ে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, জ্যেষ্ঠ সহকারী কমিশনার রাহুল পাটোয়ারীর বাম বুকের নিচের গুলি লেগেছে। অন্যদিকে বিল্লালের পায়ে গুলি লেগেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























