ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস আবারও ঢাকায় শিক্ষার্থীদের অবরোধ, মানুষের ভোগান্তি ‘আগামীতে যারা ক্ষমতায় যাবেন তারা যেন প্রবাসীদের নিয়ে কাজ করেন’:নজরুল ইসলাম নির্বাচনে কোনও ব্যাঘাত ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বিঘ্নিত হবে: শামসুজ্জামান দুদু নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ ২৪ ঘণ্টার মধ্যেই ইরানে হামলা হতে পারে: রয়টার্স আওয়ামী লীগ ভুল স্বীকার করলে রিকনসিলিয়েশন সম্ভব: প্রধান উপদেষ্টা নাজমুল পদত্যাগ না করলে খেলা বর্জনের হুমকি ক্রিকেটারদের চাঁদাবাজি-মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যান: আমীর খসরু আগামী সপ্তাহ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা কার্যক্রম স্থগিত

রিয়ালে জিদানের সেরা ও খারাপ মুহূর্ত

আকাশ স্পোর্টস ডেস্ক:

কয়েক দিন আগে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে টানা তিনবার ইউরোপসেরা হওয়ার গৌরব অর্জন করল দলটি। এর প্রধান রূপকার কোচ জিনেদিন জিদান। স্প্যানিশ জায়ান্ট কর্তৃপক্ষ ও ভক্ত-সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসানো এ কোচ এত তাড়াতাড়ি বিদায় নেবেন, তা কেউ কি কস্মিনকালেও ভেবেছিলেন?

না ভাবলেও বাস্তবে তাই দেখা গেল। সবাইকে চমকে দিয়ে গতকাল বৃহস্পতিবার রিয়ালকে বাই বাই টা টা বলে দিলেন জিদান। এ নিয়ে বিদায়ী সংবাদ সম্মেলন করে রিয়াল। যেখানে তার কাছে ক্লাবটির কোচিং ক্যারিয়ারে সেরা ও বাজে মুহূর্ত সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। জবাবে জিদান যা জানিয়েছেন, তাতে আশ্চর্য না হয়ে পারা যায় না!

অনুমিতভাবেই সাংবাদিকরা ধরে নিয়েছিলেন, মাদ্রিদে ফ্রান্স বিশ্বকাপজয়ী দলের কাণ্ডারির কোচিং ক্যারিয়ারে সেরা মুহুর্ত হবে চ্যাম্পিয়নস ট্রফি জয়। কিন্তু না, সবাইকে হতবাক করে দিয়ে জিদান বলেন, লা লিগা শিরোপা জেতার চেয়ে বড় কিছু আর হতে পারে না। আমার জন্য তা ধ্রুব সত্য। ২০১৬/১৭ মৌসুমে স্পেনসেরা লিগটির শিরোপা জয়কেই আমি সবচেয়ে এগিয়ে রাখব।

বাজে মুহূর্ত সম্পর্কে তিনি বলেন, সবচেয়ে খারাপ মুহূর্তটি চলতি বছরেই পার করেছি। কোপা ডেল রের ম্যাচে আমরা লেগানেসে বিপক্ষে হেরে গিয়েছিলাম। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কী হতে পারে? আমি এ কাণ্ডে ভেঙে পড়েছিলাম। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। বলতে পারেন বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম।

এবারের মৌসুমে ইউরোপসেরা টুর্নামেন্টের শিরোপা ঘরে তুললেও স্পেনে ভালো সময় কাটেনি রিয়ালের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে লা লিগা শিরোপা খোয়াতে হয়েছে তাদের। পাশাপাশি স্পেন দ্বিতীয়সেরা টুর্নামেন্টও হাতছাড়া হয়েছে। সেটিও গেছে কাতালানদের ঘরে।

ফুটবলবোদ্ধারা বলেন, জিদানের রিয়াল ছাড়ার অন্যতম কারণ- এ দুটি টাইটেল জিততে না পারা। এমনকি মর্যাদার ইউরোপিয়ান লিগ শিরোপা ঘরে তুলতে না পারলে বরখাস্তও হতে পারতেন এ ফরাসি ফুটবল কিংবদন্তি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্তি তৈরি করতে চাইছে,সতর্ক থাকার আহ্বান : মির্জা আব্বাস

রিয়ালে জিদানের সেরা ও খারাপ মুহূর্ত

আপডেট সময় ১২:৪৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ জুন ২০১৮

আকাশ স্পোর্টস ডেস্ক:

কয়েক দিন আগে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে টানা তিনবার ইউরোপসেরা হওয়ার গৌরব অর্জন করল দলটি। এর প্রধান রূপকার কোচ জিনেদিন জিদান। স্প্যানিশ জায়ান্ট কর্তৃপক্ষ ও ভক্ত-সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসানো এ কোচ এত তাড়াতাড়ি বিদায় নেবেন, তা কেউ কি কস্মিনকালেও ভেবেছিলেন?

না ভাবলেও বাস্তবে তাই দেখা গেল। সবাইকে চমকে দিয়ে গতকাল বৃহস্পতিবার রিয়ালকে বাই বাই টা টা বলে দিলেন জিদান। এ নিয়ে বিদায়ী সংবাদ সম্মেলন করে রিয়াল। যেখানে তার কাছে ক্লাবটির কোচিং ক্যারিয়ারে সেরা ও বাজে মুহূর্ত সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। জবাবে জিদান যা জানিয়েছেন, তাতে আশ্চর্য না হয়ে পারা যায় না!

অনুমিতভাবেই সাংবাদিকরা ধরে নিয়েছিলেন, মাদ্রিদে ফ্রান্স বিশ্বকাপজয়ী দলের কাণ্ডারির কোচিং ক্যারিয়ারে সেরা মুহুর্ত হবে চ্যাম্পিয়নস ট্রফি জয়। কিন্তু না, সবাইকে হতবাক করে দিয়ে জিদান বলেন, লা লিগা শিরোপা জেতার চেয়ে বড় কিছু আর হতে পারে না। আমার জন্য তা ধ্রুব সত্য। ২০১৬/১৭ মৌসুমে স্পেনসেরা লিগটির শিরোপা জয়কেই আমি সবচেয়ে এগিয়ে রাখব।

বাজে মুহূর্ত সম্পর্কে তিনি বলেন, সবচেয়ে খারাপ মুহূর্তটি চলতি বছরেই পার করেছি। কোপা ডেল রের ম্যাচে আমরা লেগানেসে বিপক্ষে হেরে গিয়েছিলাম। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কী হতে পারে? আমি এ কাণ্ডে ভেঙে পড়েছিলাম। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। বলতে পারেন বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম।

এবারের মৌসুমে ইউরোপসেরা টুর্নামেন্টের শিরোপা ঘরে তুললেও স্পেনে ভালো সময় কাটেনি রিয়ালের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে লা লিগা শিরোপা খোয়াতে হয়েছে তাদের। পাশাপাশি স্পেন দ্বিতীয়সেরা টুর্নামেন্টও হাতছাড়া হয়েছে। সেটিও গেছে কাতালানদের ঘরে।

ফুটবলবোদ্ধারা বলেন, জিদানের রিয়াল ছাড়ার অন্যতম কারণ- এ দুটি টাইটেল জিততে না পারা। এমনকি মর্যাদার ইউরোপিয়ান লিগ শিরোপা ঘরে তুলতে না পারলে বরখাস্তও হতে পারতেন এ ফরাসি ফুটবল কিংবদন্তি।