আকাশ স্পোর্টস ডেস্ক:
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে পদত্যাগ করলেন ফ্রান্সের সাবেক ফুটবলার জিনেদিন জিদান। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ হ্যাটট্রিক শিরোপা জয়ের পর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তিনি দলটি থেকে পদত্যাগ করলেন। মাদ্রিদে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন জিনেদিন জিদান।
২০১৬ সালের জানুয়ারিতে কোচ হিসাবে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন জিনেদিন জিদান। তার অধীনে প্রায় আড়াই বছর সময়ে মোট নয়টি শিরোপা জিতেছে এই স্প্যানিশ ক্লাবটি। তাছাড়া জিনেদিন জিদানের অধীনে মোট ১৪৯টি ম্যাচ খেলে মাত্র ১৬টিতে হেরেছে রিয়াল।
৪৫ বছর বয়সী জিনেদিন জিদান বলেছেন, ‘সবার জন্য এটিই সঠিক সময়। অনেকের কাছে বিষয়টি অদ্ভূত মনে হতে পারে। কিন্তু খেলোয়াড়, ক্লাব, আমার সকলের ভালোর জন্য এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমি ক্লাবটিকে ভালোবাসি। দলটিকে জয়ের ধারা অব্যাহত রাখতে হবে। তিন বছর পর দলে পরিবর্তন প্রয়োজন। নতুন ভয়েস, নতুন পদ্ধতি দরকার। এই কারণেই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।’
আকাশ নিউজ ডেস্ক 























