ঢাকা ১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীক্ষা বর্জন করে আন্দোলনে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন: মেজর হাফিজ কোনও ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না : ইলিয়াসপত্নী লুনা অবশেষে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম, স্ত্রী-সন্তানের কবর জিয়ারত ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব: চরমোনাই পীর পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি প্রয়োজন: প্রধান উপদেষ্টা শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত : রাশেদ খাঁন ফান্ড তৈরি করে বেকার শিক্ষার্থীদের জন্য পুঁজির ব্যবস্থা করব: তাসনিম জারা উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন

ঈদে ফিটনেসহীন গাড়ি নামলেই ব্যবস্থা: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন ঈদুল ফিতরে ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় নামলে ব্যবস্থা নেয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার দুপুরে ফেনী সার্কিট হাউজে এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণে মহাসড়কের নিকটস্থ আট জেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী।

জনভোগান্তি কমাতে পবিত্র ঈদুল ফিতরের আগেই ৮ জুনের মধ্যে নির্মাণাধীন ও ভাঙা-চোরা সড়কের মেরামত কাজ শেষ করার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘ঈদ এলেই অতিরিক্ত মুনাফা লাভে কিছু মালিক পুরাতন গাড়িকে রং করে রাস্তায় নামিয়ে দেয়। এতে করে দুর্ঘটনা এমনকি গাড়িটি সড়কে বিকল হয়ে যানজটের সৃষ্টি হয়।’ এসব গাড়ি রাস্তায় নামলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন মন্ত্রী।

এছাড়া রং সাইডে গাড়ি চালানোও যানজটের অন্যতম কারণ বলে মনে করেন মন্ত্রী। কিছু পুলিশ সদস্য প্রভাবশালীকে খুশি করতে রং সাইডে গাড়ি চালাতে বাধা দেন না। যত অসাধারণ ব্যক্তিই হোক তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘যানজট পুলিশকেই বন্ধ করতে হয়। সবাইকে নিয়ম মানতে হবে, ভয় পাচ্ছেন কেন। অসাধারণ ব্যক্তিরা আইন না মানলে সাধারণ ব্যক্তিরা কীভাবে মানবেন।’

ঈদের আগের ১০ দিন এবং ঈদের পরের পাঁচদিন সড়ক-মহাসড়কে কোনো খোঁড়াখুঁড়ি চলবে না বলে জানান মন্ত্রী। ঈদের আগের তিনদিন মহাসড়কে ভারী পরিবহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

মহাসড়কে টোল আদায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, টোল আদায় সিস্টেমের কারণে গাড়ি দাঁড়ালেই দীর্ঘ লাইন ধরে যায়। এ অবস্থা দূর করতে সমপরিমাণ টাকা চালকদের ভাংতি রাখতে হবে।

মন্ত্রী বলেন, ‘ঈদে সড়ক দুর্ঘটনা বেড়ে যায়। সড়কে দুর্ঘটনা কমাতে চালকদের ২৪ ঘণ্টা গাড়ি চালাতে দেবেন না। এতে প্রাণহানির পাশাপাশি মালিকরাও ক্ষতির শিকার হন।’

সভায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল এসএম জাকারিয়া হুসাইন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এসএম মনির উজ-জামান, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, চট্টগ্রাম বন্দর পরিচালক (প্রশাসন) জাফর আহাম্মদ, ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, চট্টগ্রামের পুলিশ সুপার মো. নুরেআলম, কুমিল্লার পুলিশ সুপার আবিদ হোসেন, নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াছ শরিফ, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মাহতাব উদ্দিন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আকতার হোসেন, আন্তঃজেলা মালামাল পরিবহনের ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহম্মদ, সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি ও ট্রাক-কাভার্ডভ্যান চালক সমিতির সভাপতি তাজুল ইসলাম, ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম-সম্পাদক হোসেন আহমদ, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী প্রমুখ উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, সড়ক মন্ত্রণালয়ের সড়ক-মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান ও কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান বিভিন্ন সড়ক মহাসড়কের চিত্র তুলে ধরেন।

সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানআরা বেগম সুরমা, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিনসহ ফেনী ও মহাসড়কের নিকটস্থ আট জেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরীক্ষা বর্জন করে আন্দোলনে ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা

ঈদে ফিটনেসহীন গাড়ি নামলেই ব্যবস্থা: কাদের

আপডেট সময় ০৫:৪৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ মে ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন ঈদুল ফিতরে ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় নামলে ব্যবস্থা নেয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার দুপুরে ফেনী সার্কিট হাউজে এক অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণে মহাসড়কের নিকটস্থ আট জেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী।

জনভোগান্তি কমাতে পবিত্র ঈদুল ফিতরের আগেই ৮ জুনের মধ্যে নির্মাণাধীন ও ভাঙা-চোরা সড়কের মেরামত কাজ শেষ করার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

মন্ত্রী বলেন, ‘ঈদ এলেই অতিরিক্ত মুনাফা লাভে কিছু মালিক পুরাতন গাড়িকে রং করে রাস্তায় নামিয়ে দেয়। এতে করে দুর্ঘটনা এমনকি গাড়িটি সড়কে বিকল হয়ে যানজটের সৃষ্টি হয়।’ এসব গাড়ি রাস্তায় নামলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন মন্ত্রী।

এছাড়া রং সাইডে গাড়ি চালানোও যানজটের অন্যতম কারণ বলে মনে করেন মন্ত্রী। কিছু পুলিশ সদস্য প্রভাবশালীকে খুশি করতে রং সাইডে গাড়ি চালাতে বাধা দেন না। যত অসাধারণ ব্যক্তিই হোক তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘যানজট পুলিশকেই বন্ধ করতে হয়। সবাইকে নিয়ম মানতে হবে, ভয় পাচ্ছেন কেন। অসাধারণ ব্যক্তিরা আইন না মানলে সাধারণ ব্যক্তিরা কীভাবে মানবেন।’

ঈদের আগের ১০ দিন এবং ঈদের পরের পাঁচদিন সড়ক-মহাসড়কে কোনো খোঁড়াখুঁড়ি চলবে না বলে জানান মন্ত্রী। ঈদের আগের তিনদিন মহাসড়কে ভারী পরিবহন চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

মহাসড়কে টোল আদায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, টোল আদায় সিস্টেমের কারণে গাড়ি দাঁড়ালেই দীর্ঘ লাইন ধরে যায়। এ অবস্থা দূর করতে সমপরিমাণ টাকা চালকদের ভাংতি রাখতে হবে।

মন্ত্রী বলেন, ‘ঈদে সড়ক দুর্ঘটনা বেড়ে যায়। সড়কে দুর্ঘটনা কমাতে চালকদের ২৪ ঘণ্টা গাড়ি চালাতে দেবেন না। এতে প্রাণহানির পাশাপাশি মালিকরাও ক্ষতির শিকার হন।’

সভায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল এসএম জাকারিয়া হুসাইন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এসএম মনির উজ-জামান, ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, চট্টগ্রাম বন্দর পরিচালক (প্রশাসন) জাফর আহাম্মদ, ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, চট্টগ্রামের পুলিশ সুপার মো. নুরেআলম, কুমিল্লার পুলিশ সুপার আবিদ হোসেন, নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াছ শরিফ, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মাহতাব উদ্দিন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আকতার হোসেন, আন্তঃজেলা মালামাল পরিবহনের ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহম্মদ, সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি ও ট্রাক-কাভার্ডভ্যান চালক সমিতির সভাপতি তাজুল ইসলাম, ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির যুগ্ম-সম্পাদক হোসেন আহমদ, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী প্রমুখ উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, সড়ক মন্ত্রণালয়ের সড়ক-মহাসড়ক বিভাগের যুগ্ম-সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব হোসেন খান ও কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান বিভিন্ন সড়ক মহাসড়কের চিত্র তুলে ধরেন।

সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহানআরা বেগম সুরমা, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিনসহ ফেনী ও মহাসড়কের নিকটস্থ আট জেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।