অাকাশ জাতীয় ডেস্ক:
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভারতের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশ্চিমবঙ্গ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে বলেন, ‘রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের স্থান দিয়েছি। আমরা চাই তারা যত দ্রুত সম্ভব নিজ দেশে ফিরে যাক। রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে আমাদের যোগাযোগে সহায়তা করার অনুরোধ করছি।’
অনুষ্ঠানে একইমঞ্চে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর কিছুক্ষণ আগে দু’দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ ভবন উদ্বোধন করেন।
দুই প্রধানমন্ত্রী আজ দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। খবর এএনআই’র।
আকাশ নিউজ ডেস্ক 



















