ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন: মেজর হাফিজ কোনও ধরনের চাঁদাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না : ইলিয়াসপত্নী লুনা অবশেষে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম, স্ত্রী-সন্তানের কবর জিয়ারত ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব: চরমোনাই পীর পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রযুক্তির দ্রুত অগ্রগতি প্রয়োজন: প্রধান উপদেষ্টা শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতা নিহত ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত : রাশেদ খাঁন ফান্ড তৈরি করে বেকার শিক্ষার্থীদের জন্য পুঁজির ব্যবস্থা করব: তাসনিম জারা উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন নির্বাচনী প্রস্তুতি প্রত্যাশার চেয়েও ভালো: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটি নির্বাচনে প্রচারের সুযোগ পাবে এমপিরা: ইসি

অাকাশ জাতীয় ডেস্ক:

সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা সংস্কার করে সংসদ সদস্যদের প্রচারে অংশ নেওয়ার সুযোগ দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রস্তাব ছিল নির্বাচন কমিশনে। আর বৃহস্পতিবার কমিশনের এক বৈঠকে এই বিষয়টি অনুমোদন হয়। সংশোধিত বিধিমালাটি এখন ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন মন্ত্রণালয়ের যাচাই বাছাইয়ের পর এ বিষয়ে পরিপত্র জারি হলে এটি কার্যকর হবে। তবে ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটের আগে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা কম। ফলে এই নির্বাচনের প্রচারে সংসদ সদস্যদের অংশ নেয়ার সুযোগ না থাকার সম্ভাবনাই বেশি।

দুপুরে কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানান, সভায় সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা বিধিমালার ১১টি সংশোধনী অনুমোদন করা হয়েছে।

এমন সিদ্ধান্ত নেয়ার কারণ জানতে চাইলে কমিশন সচিব বলেন, নির্বাচন কমিশন অনুসন্ধান করে দেখেছে সংসদ সদস্য পদটি লাভজনক পদ নয়। এ কারণে রাষ্ট্রের সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকা থেকে সাংসদদের বাদ দেওয়া হয়েছে। যে কোনো সাংসদই যে কোনো সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন।

তবে প্রচারে অংশ নিলেও সংসদ সদস্যরা সরকারি সার্কিট হাউজ ব্যবহার করতে পারবেন না। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যরা প্রচারে নামতে পারবেন কি না, জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এটি সবেমাত্র কমিশন সভায় পাস হলো। এখন ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে যাবে। সে হিসেবে গাজীপুরে এর সুযোগ খুবই কম।’

২০১৫ সালে দলভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তের পর মন্ত্রী-এমপিদের প্রচারের সুযোগ রহিত করে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে সে সময়ের নির্বাচন কমিশন।

প্রাথমিকভাবে মন্ত্রী-এমপিদের নাম উল্লেখ না করে সরকারি সুবিধাভোগীদের প্রচারের (সরকারি যানবাহন, প্রচারযন্ত্র বাদ দিয়ে) সুযোগ করে দিয়ে বিধির খসড়া তৈরি হয়। পরে সরকারি সুবিধাভোগীদের সফর ও প্রচারণায় অংশ নেওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করে আচরণবিধি চূড়ান্ত করা হয়।

এর ধারাবাহিকতায় সিটি করপোরেশন নির্বাচনেও মন্ত্রী-সাংসদের প্রার্থীর পক্ষে প্রচারণার নিষেধাজ্ঞা আরোপ করে আচরণবিধি করা হয়। এ নিয়ে শুরু থেকেই ক্ষোভ করে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর গত ১২ এপ্রিল আওয়ামী লীগের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে সংসদ সদস্যদের অংশ নেয়ার সুযোগ দেয়ার দাবি জানায়।

প্রতিনিধি দলের নেতা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম সেদিন বলেন, ‘ভারতের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারি খরচে প্রচারণা করেন। তাদের চেয়ে আমরা স্মার্ট হলে সমস্যা কোথায়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দল দেখে না, মানুষ দেখে ভোট দেবেন: মেজর হাফিজ

সিটি নির্বাচনে প্রচারের সুযোগ পাবে এমপিরা: ইসি

আপডেট সময় ০৫:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা সংস্কার করে সংসদ সদস্যদের প্রচারে অংশ নেওয়ার সুযোগ দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রস্তাব ছিল নির্বাচন কমিশনে। আর বৃহস্পতিবার কমিশনের এক বৈঠকে এই বিষয়টি অনুমোদন হয়। সংশোধিত বিধিমালাটি এখন ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন মন্ত্রণালয়ের যাচাই বাছাইয়ের পর এ বিষয়ে পরিপত্র জারি হলে এটি কার্যকর হবে। তবে ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটের আগে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা কম। ফলে এই নির্বাচনের প্রচারে সংসদ সদস্যদের অংশ নেয়ার সুযোগ না থাকার সম্ভাবনাই বেশি।

দুপুরে কমিশনের বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানান, সভায় সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা বিধিমালার ১১টি সংশোধনী অনুমোদন করা হয়েছে।

এমন সিদ্ধান্ত নেয়ার কারণ জানতে চাইলে কমিশন সচিব বলেন, নির্বাচন কমিশন অনুসন্ধান করে দেখেছে সংসদ সদস্য পদটি লাভজনক পদ নয়। এ কারণে রাষ্ট্রের সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকা থেকে সাংসদদের বাদ দেওয়া হয়েছে। যে কোনো সাংসদই যে কোনো সিটি করপোরেশন নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন।

তবে প্রচারে অংশ নিলেও সংসদ সদস্যরা সরকারি সার্কিট হাউজ ব্যবহার করতে পারবেন না। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যরা প্রচারে নামতে পারবেন কি না, জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এটি সবেমাত্র কমিশন সভায় পাস হলো। এখন ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে যাবে। সে হিসেবে গাজীপুরে এর সুযোগ খুবই কম।’

২০১৫ সালে দলভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তের পর মন্ত্রী-এমপিদের প্রচারের সুযোগ রহিত করে কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বে সে সময়ের নির্বাচন কমিশন।

প্রাথমিকভাবে মন্ত্রী-এমপিদের নাম উল্লেখ না করে সরকারি সুবিধাভোগীদের প্রচারের (সরকারি যানবাহন, প্রচারযন্ত্র বাদ দিয়ে) সুযোগ করে দিয়ে বিধির খসড়া তৈরি হয়। পরে সরকারি সুবিধাভোগীদের সফর ও প্রচারণায় অংশ নেওয়ায় নিষেধাজ্ঞা আরোপ করে আচরণবিধি চূড়ান্ত করা হয়।

এর ধারাবাহিকতায় সিটি করপোরেশন নির্বাচনেও মন্ত্রী-সাংসদের প্রার্থীর পক্ষে প্রচারণার নিষেধাজ্ঞা আরোপ করে আচরণবিধি করা হয়। এ নিয়ে শুরু থেকেই ক্ষোভ করে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর গত ১২ এপ্রিল আওয়ামী লীগের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে সংসদ সদস্যদের অংশ নেয়ার সুযোগ দেয়ার দাবি জানায়।

প্রতিনিধি দলের নেতা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম সেদিন বলেন, ‘ভারতের নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারি খরচে প্রচারণা করেন। তাদের চেয়ে আমরা স্মার্ট হলে সমস্যা কোথায়।’