অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ভারতের তামিলনাড়ু রাজ্যে পরিবেশ রক্ষা কর্মীদের মিছিলে পুলিশের গুলিতে দুই নারীসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৫ জন। মঙ্গলবার একটি কপার কারখানা বন্ধের দাবিতে বিক্ষোভ চলাকালে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা বিক্ষোভটির ১০০তম দিন ছিল মঙ্গলবার। বিক্ষোভের একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে লাঠিপেটা করে পুলিশ। এরপর গুলি চালালে ১০ জন নিহত হয়। আহত হয় ৬৫ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে প্রতিবেদনে বলা হয়েছে।
নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এদাপ্পাদি কে পালানিসামি সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি করে সহায়তা দেয়ার ঘোষণা দেন। এ ছাড়া আহতদের পরিবারকেও অর্থ সহায়তার ঘোষণা দেন মুখ্যমন্ত্রী।
জানা গেছে, চেন্নাই থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে স্টেরলিট কপার কারখানাটি বন্ধে গত ফেব্রুয়ারি মাস থেকে দাবি জানিয়ে আসছে স্থানীয়রা। বার্ষিক চার লাখ টন কপার উৎপাদনে সক্ষম কারখানাটির বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ রয়েছে। বিক্ষোভের কারণে গত ৫০ দিনের বেশি সময় ধরে কারখানাটি বন্ধ আছে।
এর আগে ২০১৩ সালে আদালতের নির্দেশে কারখানাটি দুই মাসের বেশি বন্ধ রাখা হয়েছিল। প্রসঙ্গত, কারখানাটি যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি ভেদানতা রিসোর্সের মালিকানাধীন প্রতিষ্ঠান।
আকাশ নিউজ ডেস্ক 




















