অাকাশ জাতীয় ডেস্ক:
কানাডার ফেডারেল আদালতে তৃতীয়বারের মতো বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দেয়ার বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন রাখেন একজন সংবাদকর্মী। কিন্তু কিছু বলেননি বিএনপি নেতা।
মোস্তফা কামাল নামে এক যুবদল নেতার রাজনৈতিক আশ্রয়ের আবেদনের বাতিলের রায়ের রিভিও আবেদন শেষে ২১ মে কানাডার ফেডারেল আদালতের রায়ে বিএনপিকে ‘সন্ত্রাসী দল’ বলে উল্লেখ করা হয়।
এর আগে গত বছরের ১২ মে এবং ২৫ জানুয়ারি আরও দুই জনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন ফিরিয়ে দেয় কানাডার ফেডারেল কোর্ট। ওই দুই রায়েও ‘বিএনপিকে সন্ত্রাসী’ দল বলা হয়েছিল।
বিএনপিকে প্রথমবার ‘সন্ত্রাসী দল’ ঘোষণার পর রিজভী এক প্রতিক্রিয়ায় বলেছিলেন, কানাডার ইমিগ্রেশন বিভাগকে ‘ভুল তথ্য দিয়ে নাটক সাজানো’ হয়েছে। আর এর ভিত্তিতে আদালতের রায়ের পর্যবেক্ষণে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলার বিষয়টি ‘সরকারের চক্রান্তের অংশ’।
আজকের সংবাদ সম্মেলনে রিজভী মাদকবিরোধী অভিযানে ‘বন্দুকযুদ্ধে’ আগের দিনের ধারাবাহিকতায় একই ধরনের বক্তব্য দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল দাবি করেছেন, ‘মাদক কারবারি’ ও তার সহযোগীদের দ্বারা আক্রান্ত হওয়ার পর আত্মরক্ষায় গুলি করতে বাধ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
তবে ‘মাদক কারবারি’ নিহতের ঘটনাকে ‘বেআইনি অপরাধ’ উল্লেখ করে বলেন, ‘দেশব্যপী মাদক নির্মূলের অভিযানে মানুষ হত্যার আতিশয্যে এক বিকারগ্রস্থপন্থা চারদিকে দৃশ্যমান হচ্ছে।’
গত নয় দিনে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত ৪৩ জনের কথা উল্লেখ করে বিএনপি নেতা বলেন, ‘নিহত ব্যক্তিদের মাদক ব্যবসায়ী বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে প্রকৃত বড়-বড় মাদক ডিলাররা অন্তরালে থেকে যাচ্ছে কীভাবে?’
ডিলাররা প্রভাবশালী মন্ত্রীদের বাডিতে দেখা-সাক্ষাৎ করছে অভিযোগ করে রিজভী বলেন, ‘চারদিকে গভীর সংশয় দেখা দিয়েছে, সরকারি এই মাদকবিরোধী অভিযান নিয়ে।’
বিএনপি ক্ষমতায় থাকাকালে র্যাব গঠনের পর ব্যাপকভাবে ক্রসফায়ার শুরু হয়। সে সময় বিরোধী দলে থাকা আওয়ামী লীগ এর সমালোচনা করেছিল। আবার এখন ক্ষমতা কাঠামোর বাইরে থাকা বিএনপি এখন ‘বন্দুকযুদ্ধ’ নিয়ে সোচ্চার।
রিজভী বলেন, ‘বিচারবর্হিভূতভাবে নির্বিচারে বন্দুকযুদ্ধে মানুষ হত্যায় পৃথিবীর কোথাও সামাজিক অপরাধ দমন করা যায়নি। রাষ্ট্র যদি নানা অপরাধের পৃষ্ঠপোষক হয়, রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিতদের যদি বৈধসত্ত্বা না থাকে, তাহলে তাদের দ্বারা সৃষ্ট বেআইনি কর্মকাণ্ড বীভৎস্যরূপে আত্মপ্রকাশ করবেই।’
‘এই বিচারবর্হিভূত হত্যার যাত্রাপথে ক্রমাগতভাবে সরকারবিরোধী লোকজনদের নির্মূলে ব্যস্ত থাকার আশঙ্কা করছে অনেকেই। মাদকের পশ্চাদভূমি বন্ধ না করে, গডফাদারদের না ধরে শুধু ক্রসফায়ারের হিড়িক অব্যাহত রাখলেই মাদক নিয়ন্ত্রণ করতে পারবে না।’
সারাদেশে ক্ষমতাসীনদের আমলে, ক্ষমতাবানদের পৃষ্টপোষকতায় মাদকের নেটওয়ার্ক গড়ে উঠেছে অভিযোগ করে বিএনপি নেতা বলেন, ‘এই সকল ঘটনার মধ্যদিয়ে তারা দেশকে রক্তাক্ত নির্বাচনের দিকে নিয়ে যায় কি না সেটি নিয়েও এখন মানুষ ভাবছে।’
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল নিয়ে আপত্তি থাকলেও গাজীপুর সিটি নির্বাচনের ভোটে বিএনপি অংশ নেবে বলেও জানান রিজভী। বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নিতে চাই। জনগণকে দেখাতে চাই সরকার কী নির্বাচন করছে।’
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপর নিপীড়ন-নির্যাতন চলছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতা। বলেন তার নেত্রীর চিকিৎসা নিয়ে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না।
আকাশ নিউজ ডেস্ক 



















