অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর কাঁচাবাজারে সব ধরনের সবজি ও মাছের দাম বেড়েছে। শুক্রবার রাজধানীর মতিঝিল, মুগদা, খিলগাঁও ও কারওয়ান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজি প্রতি বেড়েছে ১০ থেকে ২০ টাকা। বাজারে ৬০ টাকার নিচে কোনো সবজি নেই।
বাজারে বেগুন, বরবটি, কাঁকরোল, করলা, ঝিঙা, চিচিঙ্গাসহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৬০ টাকা বা তারও বেশি দামে। মতিঝিল বাজারে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়। আমদানি করা পেঁয়াজের দাম ৩৮-৪৪ টাকা। যেখানে গত সপ্তাহে দেশি পেঁয়াজ ৩৬ থেকে ৪৪ টাকা এবং আমদানি করা পেঁয়াজের দাম ছিল ৩০ থেকে ৩৪ টাকা। এছাড়া শত টাকার উপরে বিক্রি হচ্ছে শিম, টমেটো ও কাঁচামরিচের কেজি। একই অবস্থা মাছ ও পেঁয়াজের দামেও।
অন্যান্য কাঁচাবাজারের অবস্থাও একই। বেশির ভাগ সবজি ৫০ থেকে ৬০ টাকার উপরে বিক্রি হচ্ছে। বেগুন ৬০ থেকে ৭০ টাকা, প্রতি কেজি সাদা আলু ২৪-২৬ টাকা, ছোট ফুলকপি ২০-২৫ টাকা, করলার ১০ থেকে ১৫ টাকা বেড়ে ৬০-৭০ টাকা, ২০ টাকা বেড়ে শিম ১১০-১২০ টাকা, টমেটো ১৩০-১৪০ টাকা, মূলা ৬০ টাকা, শশা ও খিরা ৫০-৬০ টাকা, ঢেঁড়স, ধুন্দল, ঝিঙা কাঁকরোল, চিচিঙ্গা ৬০ থেকে ৬৫ টাকায়, পেঁপে ৫০ টাকা, মিষ্টি কুমড়া ২৫-৩০ টাকা, বরবটি ৭০ টাকা, কুমড়া ৫০ টাকা, কচুরলতি ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০-৩৬ টাকা এবং লেবু প্রতি হালি ২০-২৪ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁচামরিচের কেজি ১৫০ থেকে ১৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১২০-১৩০ টাকায়।
বাজারে গরুর মাংস প্রতি কেজি ৫০০ থেকে ৫১০ টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস ৭৫০ টাকায়। এ ছাড়া ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬০ টাকা, এক কেজি ওজনের প্রতি পিস কক মুরগি ২৩০ টাকা থেকে ২৬০ টাকা এবং দেশি মুরগি ৩৫০-৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে ডিমের দাম গত সপ্তাহের মতো অপরিবর্তিত রয়েছে। ফার্মের লাল ডিম প্রতি হালি ৩০-৩২ টাকা এবং দেশি মুরগির ডিম ৪৪ টাকা ও হাঁসের ডিম ৪০-৪৪ টাকা দরে বিক্রি হচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























