অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর রমনা থানা এলাকায় মনি (১৬) নামের এক কিশোরী গৃহকর্মী আত্মহত্যা করেছে। শুক্রবার সকালে কাকরাইলের একটি ছয়তলা বাসা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
রমনা থানার এসআই ইমামুল ইসলাম দৈনিক আকাশকে বলেন, কাকরাইলের ৬৭/২ ই ব্লকের ছয়তলা বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সচিবালয়ের কর্মকর্তা দীপক কুমারের ওই বাসায় ফেব্রুয়ারি মাস থেকে মেয়েটি কাজ করত।
তিনি বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, ওই বাসায় দীপক কুমার, তার স্ত্রী, দুই সন্তান ও কাজের মেয়ে মনি থাকত।
মেডিকেল সূত্র ও সুরতহাল প্রতিবেদনে জানা যায়, মেয়েটির মাথায় সামান্য আঘাত রয়েছে এবং দুই ভ্রুর মাঝে লাল দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায়, মেয়েটির বাবা নাম বিকাশ রিকশন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের চোনারুঘাট এলাকায়।
আকাশ নিউজ ডেস্ক 

























